বুধবার, ১৪ মে ২০২৫
দিনাজপুর জেলার বিরামপুরস্থ ছোট শাখা যমুনা নদীতে লাফ দিয়ে গোসল করতে নেমে রাব্বী (১৮) নামে এক শ্রমিক নিখোঁজ হয়েছে। বুধবার (২২ জুন) বেলা ৩টায় দিনাজপুরের বিরামপুর পৌর শহরের ঐতিহ্যবাহী পশুহাট সংলগ্ন কাঠের ব্রীজ থেকে গোসলের জন্য ছোট শাখা যমুনা নদীতে লাফ দিয়ে নিখোঁজ হন রাব্বি (১৮) নামের ওই শ্রমিক।
নিখোঁজ রাব্বী (১৮) নীলফামারী জেলার মিলন পল্লীর সাদা মিয়ার পুত্র ও বিরামপুর পৌর শহরের পদ্মকলি সুইটসে শ্রমিক হিসেবে কাজ করত। বিরামপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল আলম রাজু, পৌর মেয়র অধ্যক্ষ আক্কাস আলী, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পরিমল কুমার সরকার, অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত, বিরামপুর মহিলা কলেজের উপাধ্যক্ষ মেজবাউল হক, বিরামপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তারা ঘটনাস্থল পরির্দশন করেন।
এ রিপোর্ট লেখা ( সন্ধ্যা সোয়া ৭ টা পর্যন্ত) পর্যন্ত স্থানীয়দের মধ্যে অনেকে নদীতে নেমে নিখোঁজ রাব্বি (১৮) কে খোঁজাখুঁজি করছেন।সেই সঙ্গে বিরামপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল নিখোঁজ রাব্বি (১৮) উদ্ধার করতে পারেনি। তবে তারা উদ্ধারের চেষ্টা অব্যাহত রেখেছেন।