সোমবার, ১২ মে ২০২৫

করোনা সংক্রমণ ৫০ কোটি ছুঁই ছুঁই, একদিনে মৃত্যু ২ হাজার

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বে দুই হাজার দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬২ লাখ পাঁচ হাজার ৮৮৮ জনে। নতুন করে এ ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন পাঁচ লাখ ৪৫ হাজার ১০৫ জন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৯ কোটি ৯৯ লাখ ৭৭ হাজার ২০ জনে।

এছাড়া একদিনে সুস্থ হয়েছেন ১১ লাখ ৭৫ হাজার ৫২৩ জন। এ পর্যন্ত মোট সুস্থতা দাঁড়ালো ৪৪ কোটি ৯৫ লাখ ৩৬ হাজার ৯১৪ জনে।

মঙ্গলবার (১২ এপ্রিল) সকালে আন্তর্জাতিক পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা গেছে।

২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে দক্ষিণ কোরিয়ায়, ২৫৮ জনের। এ নিয়ে দেশটিতে মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ৬৭৯ জনে। এছাড়া ২৪ ঘণ্টায় ৯০ হাজার ৯২৮ জনের শনাক্তের মধ্য দিয়ে তা বেড়ে হয়েছে এক কোটি ৫৪ লাখ ২৪ হাজার ৫৯৮ জন।

দৈনিক মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে রয়েছে রাশিয়া। এ সময়ে দেশটিতে মৃত্যু হয়েছে ২৪৮ জনের। করোনা সংক্রমণের শুরু থেকে এ পর্যন্ত মৃত্যু হয়েছে তিন লাখ ৭১ হাজার ৯৬৪ জনের। ২৪ ঘণ্টায় রাশিয়ায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১১ হাজার ৮৫৫ জনের। এ নিয়ে শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে এক কোটি ৮০ লাখ সাত হাজার ৯১৫ জনে।

করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকার শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় নতুন করে ২৩ হাজার ১২৯ জন রোগী শনাক্ত হয়েছে। একই সময়ে মারা গেছেন ১৪৯ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো আট কোটি ২১ লাখ তিন হাজার ৬৭ জনে। তাদের মধ্যে মারা গেছেন ১০ লাখ ১২ হাজার ৪৬১ জন। এছাড়া সুস্থ হয়েছেন সাত কোটি ৯৯ লাখ ৫৯ হাজার ৪৫৬ জন।

ভারতে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৪৪১ জনের এবং মারা গেছেন একজন। এ নিয়ে দেশটিতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো চার কোটি ৩০ লাখ ৩৬ হাজার ৫৭৩ জনে। তাদের মধ্যে মারা গেছেন পাঁচ লাখ ২১ হাজার ৭২২৩ জন। করোনা থেকে সেরে উঠেছেন চার কোটি ২৫ লাখ তিন হাজার ২৮৩ জন।

এছাড়া ব্রাজিলে একদিনে মারা গেছেন ৮০ জন, ইতালিতে ১১৫ জন, জাপানে ৩৮ জন, মেক্সিকোতে পাঁচজন, থাইল্যান্ডে ১০৫ জন এবং হংকংয়ে মারা গেছেন ৫৭ জন।

এদিকে ছয়দিন পর করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৯ হাজার ১২৪ জনে। গত ২৪ ঘণ্টায় নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে ৪৪ জন।

করোনা ভাইরাস – লাইভ আপডেট

৫০,০০,১০,৯৯৬
আক্রান্ত

৬২,০৫,৯৫১
মৃত

৪৪,৯৮,৪৯,৮৫১
সুস্থ

# দেশ আক্রান্ত মৃত সুস্থ
বাংলাদেশ ১৯,৫২,১০৯ ২৯,১২৪ ১৮,৮৯,২৩০
মার্কিন যুক্তরাষ্ট্র ৮,২১,০৩,০৬৭ ১০,১২,৪৬১ ৭,৯৯,৫৯,৪৫৬
ভারত ৪,৩০,৩৬,৯২৮ ৫,২১,৭২৩ ৪,২৫,০৪,৩২৯
ব্রাজিল ৩,০১,৬১,২০৫ ৬,৬১,৩৮৯ ২,৯০,৭৬,৯৭৪
ফ্রান্স ২,৬৯,৭২,৮৬৭ ১,৪৩,৪৬৬ ২,৪১,৯৮,৮২৮
জার্মানি ২,২৭,৭১,৮৮৬ ১,৩২,৩১১ ১,৮৮,৯৩,১০০
যুক্তরাজ্য ২,১৬,৪১,০০৪ ১,৭০,১০৭ ১,৯৮,০০,৬৬৩
স্পেন ১,৮৩,৪৮,০২৯ ১,৫৯,৬০৫ ১,১০,৩৩,৩২১
রাশিয়া ১,৮০,০৭,৯১৫ ৩,৭১,৯৬৪ ১,৭২,৩৯,৮৫৭
১০ দক্ষিণ কোরিয়া ১,৫৬,৩৫,২৭৪ ১৯,৮৫০ ৯,৬৯,৫২৪
১১ ইতালি ১,৫৩,২০,৭৫৩ ১,৬০,৯৭৩ ১,৩৯,২৭,১২৮
১২ তুরস্ক ১,৪৯,৬৫,৮৬৭ ৯৮,৪৩৭ ১,৪৬,৬১,৮২৮
১৩ ভিয়েতনাম ১,০২,৫০,১৬০ ৪২,৮৩০ ৮৫,৫৪,৯২৩
১৪ আর্জেন্টিনা ৯০,৫৪,১২৬ ১,২৮,২৩৩ ৮৮,৮৬,৯৯৯
১৫ নেদারল্যান্ডস ৭৯,৯৫,৫৩৭ ২২,১০১ ৭০,৯৩,৭৫৯
১৬ ইরান ৭১,৯৪,৭৬৮ ১,৪০,৬৫০ ৬৯,২২,৬২৯
১৭ জাপান ৭০,৭২,৬৯৯ ২৮,৭২১ ৬৫,৪৬,৩৭৬
১৮ কলম্বিয়া ৬০,৮৮,৩৩৫ ১,৩৯,৭২৫ ৫৯,২১,৪৮৩
১৯ ইন্দোনেশিয়া ৬০,৩৩,৯০৩ ১,৫৫,৬৭৪ ৫৮,০৮,৩৮০
২০ পোল্যান্ড ৫৯,৭৮,৫৯৬ ১,১৫,৬৩৫ ৫৩,৩৩,৮৩৬
২১ মেক্সিকো ৫৭,২৩,২১৪ ৩,২৩,৭২৭ ৫০,২৩,৪১৪
২২ অস্ট্রেলিয়া ৫১,৪৩,৮৮৩ ৬,৬০০ ৪৫,৭২,৭২৮
২৩ ইউক্রেন ৪৯,৮৫,১৫০ ১,০৮,১৩৯ ৪০,৫৮,০২০
২৪ মালয়েশিয়া ৪৩,৩৩,৫৫৭ ৩৫,৩১১ ৪১,৬৩,৭৭৭
২৫ ইসরায়েল ৪০,০৬,১৭৭ ১০,৫৯১ ৩৯,৪১,৮৪১
২৬ অস্ট্রিয়া ৩৯,৯৫,৪১৮ ১৬,২৪২ ৩৭,৯৯,৯৩৯
২৭ থাইল্যান্ড ৩৯,২৫,৮৫৪ ২৬,২৯২ ৩৬,৬২,১৬৬
২৮ বেলজিয়াম ৩৯,১৫,৭৩২ ৩০,৯৯৭ ৩৬,০৯,০৫৫
২৯ চেক প্রজাতন্ত্র ৩৮,৬৩,৭২১ ৩৯,৮৯৪ ৩৭,৮৪,৮৬৮
৩০ দক্ষিণ আফ্রিকা ৩৭,৩২,০৭৫ ১,০০,০৯৬ ৩৬,১৯,৩১১
৩১ পর্তুগাল ৩৬,৮৬,৪৯১ ২১,৯৩৫ ২৮,৭৬,১৭৭
৩২ ফিলিপাইন ৩৬,৮১,৬৪৬ ৫৯,৭৭৭ ৩৫,৯৪,৫১৬
৩৩ কানাডা ৩৫,৭৯,৫১১ ৩৮,০৪৪ ৩৩,৪৪,৬৪০
৩৪ পেরু ৩৫,৫১,৮০০ ২,১২,৫০৭ ১৭,২০,৬৬৫
৩৫ চিলি ৩৫,১৪,২৯১ ৫৭,০৮১ ৩২,২৯,৪৩৫
৩৬ সুইজারল্যান্ড ৩৫,১২,০৯৩ ১৩,৭৫২ ৩০,৮৫,২৫৫
৩৭ গ্রীস ৩১,৮০,৫৫৬ ২৮,২০৫ ২৯,৮১,২০৩
৩৮ ডেনমার্ক ২৯,৩৮,৪৮৭ ৫,৯২১ ২৮,৯৩,৮৯৪
৩৯ রোমানিয়া ২৮,৭৩,৮৭৫ ৬৫,২১০ ২৬,০৬,৬৬০
৪০ সুইডেন ২৪,৯১,৯৮০ ১৮,৪৭২ ২৪,৫০,৫৪৩
৪১ ইরাক ২৩,২২,০৮১ ২৫,১৮৬ ২২,৮৯,২০১
৪২ সার্বিয়া ১৯,৯০,৫১১ ১৫,৮৯০ ১৯,৪৮,২৪৫
৪৩ হাঙ্গেরি ১৮,৭২,৬৬৪ ৪৫,৭৮১ ১৭,৩১,৮১৬
৪৪ স্লোভাকিয়া ১৭,৫১,৫৬৫ ১৯,৫৯৫ ১৬,৭০,৬৩০
৪৫ জর্ডান ১৬,৯৪,২১৬ ১৪,০৪৮ ১৬,৭৮,৯৪১
৪৬ জর্জিয়া ১৬,৫১,৫৭৭ ১৬,৭৭৭ ১৬,৩১,৭১৫
৪৭ পাকিস্তান ১৫,২৬,৭২৮ ৩০,৩৬২ ১৪,৮৬,৯৬০
৪৮ আয়ারল্যান্ড ১৪,৯৩,০৬৬ ৬,৮৮৪ ১৩,৩৯,২৯৫
৪৯ নরওয়ে ১৪,১৬,৭১২ ২,৬৬৭ ৮৮,৯৫২
৫০ কাজাখস্তান ১৩,০৫,৩১৫ ১৩,৬৬০ ১২,৯০,৬৭৯
৫১ হংকং ১১,৯১,৫৯০ ৮,৮২৭ ১৩,২৩২
৫২ মরক্কো ১১,৬৪,০৫২ ১৬,০৬১ ১১,৪৭,২৭১
৫৩ বুলগেরিয়া ১১,৪৬,২৭৯ ৩৬,৭৩০ ৯,৪১,৬৮৫
৫৪ সিঙ্গাপুর ১১,৪০,৫৬৯ ১,৩০৩ ১০,৭৩,৪৭৩
৫৫ ক্রোয়েশিয়া ১১,০৯,১৪৮ ১৫,৬৯৪ ১০,৮৭,৮৬২
৫৬ কিউবা ১০,৯৭,৩৩৩ ৮,৫১৯ ১০,৮৬,০৮৬
৫৭ লেবানন ১০,৯৪,৮০৩ ১০,৩৪৫ ১০,৭৩,৭৭০
৫৮ লিথুনিয়া ১০,৪২,১১৬ ৮,৯৭৫ ৯,৯১,৬২৩
৫৯ তিউনিশিয়া ১০,৩৭,৩৫৮ ২৮,৪২৫ ৯,৮৩,৬৩০
৬০ স্লোভেনিয়া ৯,৮৮,০৬৬ ৬,৫৩৮ ৯,৫১,৮৪২
৬১ নেপাল ৯,৭৮,৫৯৩ ১১,৯৫১ ৯,৬৬,০৭৪
৬২ বেলারুশ ৯,৭০,৪৪৩ ৬,৮৭৭ ৯,৩১,১৫০
৬৩ ফিনল্যাণ্ড ৯,২০,৬৯২ ৩,৩৩৪ ৪৬,০০০
৬৪ বলিভিয়া ৯,০৩,৪৭৭ ২১,৮৯৯ ৮,৪৯,৪৩১
৬৫ উরুগুয়ে ৮,৯৪,২৬৭ ৭,১৮৩ ৮,৮৩,৬৫৯
৬৬ সংযুক্ত আরব আমিরাত ৮,৯৩,৯৭০ ২,৩০২ ৮,৭৪,৬০৭
৬৭ ইকুয়েডর ৮,৬৫,২৬৩ ৩৫,৫০৮ ৪,৪৩,৮৮০
৬৮ কোস্টারিকা ৮,৪১,৩৪৩ ৮,৩২৭ ৮,২০,৮৫৩
৬৯ গুয়াতেমালা ৮,৩৫,৪২৫ ১৭,৩৭৯ ৮,১৩,৩১০
৭০ লাটভিয়া ৮,০৮,৯৭৯ ৬,০০৮ ৭,৮৫,৯৮৮
৭১ আজারবাইজান ৭,৯২,২৫৩ ৯,৭০৩ ৭,৮২,৩৫১
৭২ নিউজিল্যান্ড ৭,৮৬,০৫৮ ৪৮৩ ৭,১৭,১৭৫
৭৩ পানামা ৭,৬৬,৯৩১ ৮,১৭৬ ৭,৫৬,৭৩৬
৭৪ সৌদি আরব ৭,৫১,৯৪৩ ৯,০৫৮ ৭,৩৭,৪৮২
৭৫ শ্রীলংকা ৬,৬২,৬৫৭ ১৬,৪৯২ ৬,৪২,৫০৮
৭৬ প্যারাগুয়ে ৬,৪৮,৪৪৬ ১৮,৭৩৪ ৬,২৪,৬৭৩
৭৭ কুয়েত ৬,৩০,২৫২ ২,৫৫৫ ৬,২৬,২৬৪
৭৮ মায়ানমার ৬,১২,৩৮৩ ১৯,৪৩৪ ৫,৯০,৯৭৩
৭৯ ফিলিস্তিন ৫,৮১,৬৭৮ ৫,৩৫২ ৫,৭৫,৬১৩
৮০ ডোমিনিকান আইল্যান্ড ৫,৭৮,৫৩১ ৪,৩৭৫ ৫,৭৪,০৩৫
৮১ এস্তোনিয়া ৫,৬৪,৩০৯ ২,৪৯৫ ৪,৯৬,০৫০
৮২ বাহরাইন ৫,৬০,৫৫২ ১,৪৯৮ ৫,৫৪,৫৪৪
৮৩ ভেনেজুয়েলা ৫,২১,৫৪৬ ৫,৬৯৬ ৫,১৪,২০৬
৮৪ মলদোভা ৫,১৫,৪৮৮ ১১,৪৭০ ৫,০২,০০২
৮৫ মিসর ৫,১১,৯৭৭ ২৪,৫২২ ৪,৪২,১৮২
৮৬ লিবিয়া ৫,০১,৮৩৪ ৬,৪২৯ ৪,৯০,৮৩৭
৮৭ ইথিওপিয়া ৪,৭০,০৯৬ ৭,৫০৯ ৪,৫৩,৫৮৩
৮৮ মঙ্গোলিয়া ৪,৬৯,১৯১ ২,১৭৭ ৩,১৩,২৫৬
৮৯ সাইপ্রাস ৪,৫৯,৮৩৯ ৯৮৫ ১,২৪,৩৭০
৯০ আর্মেনিয়া ৪,২২,৬৭৮ ৮,৬২১ ৪,১০,৩৪১
৯১ হন্ডুরাস ৪,২১,২৬৮ ১০,৮৮৮ ১,৩১,১০০
৯২ ওমান ৩,৮৮,৭০৯ ৪,২৫৪ ৩,৮৩,৭৪৯
৯৩ বসনিয়া ও হার্জেগোভিনা ৩,৭৬,১৯৮ ১৫,৭৪০ ১৫,৮১,১৬৪
৯৪ কাতার ৩,৬২,৯৩৭ ৬৭৭ ৩,৬১,০১৩
৯৫ রিইউনিয়ন ৩,৪৭,৯৪১ ৭২০ ৩,৩১,৭৩৬
৯৬ কেনিয়া ৩,২৩,৫৫৭ ৫,৬৪৮ ৩,১৭,৭৮২
৯৭ জাম্বিয়া ৩,১৭,৮০৪ ৩,৯৬৭ ৩,১৩,০৭৩
৯৮ উত্তর ম্যাসেডোনিয়া ৩,০৭,৮১৭ ৯,২৫২ ২,৯৭,৩৫৪
৯৯ বতসোয়ানা ৩,০৫,৫২৬ ২,৬৮৬ ৩,০২,৪৭৬
১০০ আলবেনিয়া ২,৭৪,২১৯ ৩,৪৯৩ ২,৭০,৩৪১
১০১ আলজেরিয়া ২,৬৫,৭২৭ ৬,৮৭৪ ১,৭৮,৩২৩
১০২ নাইজেরিয়া ২,৫৫,৬৩৩ ৩,১৪২ ২,৪৯,৮২৫
১০৩ জিম্বাবুয়ে ২,৪৭,০১০ ৫,৪৬০ ২,৪০,৪৯৬
১০৪ উজবেকিস্তান ২,৩৮,০৮৮ ১,৬৩৭ ২,৩৬,০২২
১০৫ মন্টিনিগ্রো ২,৩৩,৭৫০ ২,৭০৬ ২,৩৩,৭৭৮
১০৬ লুক্সেমবার্গ ২,২৫,৫৬২ ১,০৫০ ২,০৯,৯৭৫
১০৭ মোজাম্বিক ২,২৫,২৯৬ ২,২০০ ২,২৩,০৪৭
১০৮ কিরগিজস্তান ২,০০,৯৭০ ২,৯৯১ ১,৯৬,৩০৩
১০৯ লাওস ১,৯৬,১২৭ ৭০০ ৭,৬৬০
১১০ আইসল্যান্ড ১,৮৩,৩৬৩ ১০২ ৭৫,৬৮৫
১১১ মালদ্বীপ ১,৭৮,৩১৩ ২৯৮ ১,৬৩,৬৮৭
১১২ আফগানিস্তান ১,৭৭,৯৭৪ ৭,৬৭১ ১,৬১,০৩৩
১১৩ চীন ১,৬৬,৮৪৯ ৪,৬৩৮ ১,৪০,২২০
১১৪ উগান্ডা ১,৬৩,৯৯৬ ৩,৫৯৬ ১,০০,২০০
১১৫ এল সালভাদর ১,৬২,০৮৯ ৪,১২২ ১,৫০,৬৬২
১১৬ ঘানা ১,৬১,০৭১ ১,৪৪৫ ১,৫৯,৫৯২
১১৭ নামিবিয়া ১,৫৭,৮৯৬ ৪,০২১ ১,৫৫,৬৩৯
১১৮ মার্টিনিক ১,৪৭,৫১৯ ৯১৮ ১০৪
১১৯ ত্রিনিদাদ ও টোবাগো ১,৪০,৪৫৭ ৩,৭৮৩ ১,৩০,৫২৮
১২০ গুয়াদেলৌপ ১,৪০,১৩০ ৮৫৪ ২,২৫০
১২১ ব্রুনাই ১,৩৮,৮১১ ২১৫ ১,৩৬,১৮৩
১২২ কম্বোডিয়া ১,৩৫,৯৬৩ ৩,০৫৫ ১,৩২,৬৩৯
১২৩ রুয়ান্ডা ১,২৯,৭৫০ ১,৪৫৮ ৪৫,৫২২
১২৪ জ্যামাইকা ১,২৯,০৫০ ২,৯১৬ ৮২,০১৭
১২৫ ক্যামেরুন ১,১৯,৭৮০ ১,৯২৭ ১,১৭,৭৯১
১২৬ অ্যাঙ্গোলা ৯৯,১৯৪ ১,৯০০ ৯৭,১৪৯
১২৭ ড্যানিশ রিফিউজি কাউন্সিল ৮৬,৭৪৮ ১,৩৩৭ ৫০,৯৩০
১২৮ মালটা ৮৬,৫৯৫ ৬৬৪ ৭৬,৪০১
১২৯ সেনেগাল ৮৫,৯৫২ ১,৯৬৫ ৮৩,৯৬২
১৩০ মালাউই ৮৫,৭০৫ ২,৬২৮ ৮১,৪৮৯
১৩১ আইভরি কোস্ট ৮১,৮২৯ ৭৯৭ ৮০,৯৮৯
১৩২ ফ্রেঞ্চ গায়ানা ৭৯,৫২৯ ৩৯৪ ১১,২৫৪
১৩৩ সুরিনাম ৭৯,২৪১ ১,৩২৫ ৪৯,৩৯২
১৩৪ ফ্রেঞ্চ পলিনেশিয়া ৭২,৫৭০ ৬৪৮ ৩৩,৫০০
১৩৫ চ্যানেল আইল্যান্ড ৭০,৪১৯ ১৫৭ ৬৮,৯৪০
১৩৬ ইসওয়াতিনি ৬৯,৯৯০ ১,৩৯৫ ৬৮,৫৪৮
১৩৭ ফিজি ৬৪,৪৯৯ ৮৩৪ ৬৩,৫৮০
১৩৮ মাদাগাস্কার ৬৪,০৮৯ ১,৩৯০ ৫৯,৩৫৫
১৩৯ গায়ানা ৬৩,৩২৬ ১,২২৬ ৬১,৯৯১
১৪০ বার্বাডোস ৬২,৪২৫ ৩৭৯ ৫৯,৩২৪
১৪১ সুদান ৬২,০৩৪ ৪,৯২৫ ৪০,৩২৯
১৪২ নিউ ক্যালেডোনিয়া ৬০,৩৬২ ৩১২ ৫৯,৯৪১
১৪৩ মৌরিতানিয়া ৫৮,৬৭৯ ৯৮২ ৫৭,৬৮৪
১৪৪ বেলিজ ৫৭,৩১৮ ৬৫৬ ৫৬,৪৫৬
১৪৫ কেপ ভার্দে ৫৫,৯৭৩ ৪০১ ৫৫,৮৮১
১৪৬ সিরিয়া ৫৫,৭৪৫ ৩,১৪৬ ৫১,৮৭০
১৪৭ গ্যাবন ৪৭,৫৮৮ ৩০৩ ৪৭,২৭০
১৪৮ পাপুয়া নিউ গিনি ৪৩,৫২৬ ৬৪৩ ৪২,৮০০
১৪৯ ভুটান ৪২,৮৫৬ ১৪ ৩৩,১৩২
১৫০ কিউরাসাও ৪১,১৫৩ ২৭০ ৪০,৩০৬
১৫১ সিসিলি ৪০,৮৬৬ ১৬৪ ৩৯,৯৬৩
১৫২ এনডোরা ৪০,৩২৮ ১৫৩ ৩৯,৭০২
১৫৩ বুরুন্ডি ৩৮,৬৬৩ ৩৮ ৭৭৩
১৫৪ মরিশাস ৩৭,১৪৯ ৯৮৫ ৩৪,৯৩৪
১৫৫ মায়োত্তে ৩৬,৯৫৮ ১৮৭ ২,৯৬৪
১৫৬ টোগো ৩৬,৯৫৭ ২৭২ ৩৬,৬৫৯
১৫৭ গিনি ৩৬,৪৫৯ ৪৪০ ৩৫,৯৭৬
১৫৮ ফারে আইল্যান্ড ৩৪,৬৫৮ ২৮ ৭,৬৯৩
১৫৯ আরুবা ৩৪,১৮৯ ২১২ ৩৩,৮৯৩
১৬০ তানজানিয়া ৩৩,৮১৫ ৮০০ ১৮৩
১৬১ বাহামা ৩৩,৩৬০ ৭৮৯ ৩৩,০৩২
১৬২ লেসোথো ৩২,৯১০ ৬৯৭ ২৪,১৫৫
১৬৩ হাইতি ৩০,৫৮৬ ৮৩৫ ২৯,১০০
১৬৪ মালি ৩০,৫৭৮ ৭২৯ ৩০,০৫২
১৬৫ আইল অফ ম্যান ২৮,৪১৬ ৮৭ ২৬,৭৯৪
১৬৬ তাইওয়ান ২৮,০৪০ ৮৫৪ ২১,২৩৭
১৬৭ বেনিন ২৬,৯৫২ ১৬৩ ২৫,৫০৬
১৬৮ সোমালিয়া ২৬,৪৭১ ১,৩৫০ ১৩,১৮২
১৬৯ কঙ্গো ২৪,০৭৯ ৩৮৫ ২০,১৭৮
১৭০ সেন্ট লুসিয়া ২৩,০৪৫ ৩৬৫ ২২,৬১৬
১৭১ পূর্ব তিমুর ২২,৮৪২ ১৩০ ২২,৬৯৭
১৭২ কেম্যান আইল্যান্ড ২১,১২১ ২৫ ৮,৫৫৩
১৭৩ বুর্কিনা ফাঁসো ২০,৮৫৩ ৩৮২ ২০,৪৩৯
১৭৪ নিকারাগুয়া ১৮,৪৯১ ২২৫ ৪,২২৫
১৭৫ তাজিকিস্তান ১৭,৩৮৮ ১২৪ ১৭,২৬৪
১৭৬ দক্ষিণ সুদান ১৭,৩৫৩ ১৩৮ ১৩,৫১৪
১৭৭ জিব্রাল্টার ১৭,২৩৮ ১০১ ১৬,৫৮৩
১৭৮ লিচেনস্টেইন ১৬,৭৮৪ ৮৪ ১৬,৩৪৫
১৭৯ ইকোয়েটরিয়াল গিনি ১৫,৯০৪ ১৮৩ ১৫,৬৯৬
১৮০ সান ম্যারিনো ১৫,৬৮৩ ১১৪ ১৫,২২৫
১৮১ জিবুতি ১৫,৫৯৫ ১৮৯ ১৫,৪০২
১৮২ সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক ১৪,৬৪৯ ১১৩ ৬,৮৫৯
১৮৩ গ্রেনাডা ১৪,০৬৪ ২১৯ ১৩,৭৯৩
১৮৪ বারমুডা ১২,৭১১ ১২৯ ১২,৩৬২
১৮৫ সলোমান আইল্যান্ড ১২,০০৫ ১৩৭ ১০,৮০৫
১৮৬ গাম্বিয়া ১১,৯৯০ ৩৬৫ ১১,৫৯১
১৮৭ গ্রীনল্যাণ্ড ১১,৯৭১ ২১ ২,৭৬১
১৮৮ ডোমিনিকা ১১,৯৫৩ ৬৩ ১১,৭৫৭
১৮৯ ইয়েমেন ১১,৮১৪ ২,১৪৭ ৯,০০০
১৯০ মোনাকো ১১,১৯৪ ৫৪ ১০,৯৪৬
১৯১ সেন্ট মার্টিন ১০,১৭৬ ৬৩ ১,৩৯৯
১৯২ সিন্ট মার্টেন ৯,৮৭৩ ৮৬ ৯,৭১৬
১৯৩ ইরিত্রিয়া ৯,৭৩২ ১০৩ ৯,৬২৫
১৯৪ ক্যারিবিয়ান নেদারল্যান্ডস ৯,০০০ ৩৩ ৮,৬৪৭
১৯৫ নাইজার ৮,৮৪৬ ৩০৮ ৮,৪৮৮
১৯৬ টাঙ্গা ৮,৪৪৪ ৬,৬৪৫
১৯৭ গিনি বিসাউ ৮,১৭৩ ১৭০ ৭,২৬৮
১৯৮ কমোরস ৮,১০০ ১৬০ ৭,৯৩৩
১৯৯ সিয়েরা লিওন ৭,৬৭৭ ১২৫ ৪,৩৯৩
২০০ অ্যান্টিগুয়া ও বার্বুডা ৭,৫১১ ১৩৫ ৭,৩৫৮
২০১ লাইবেরিয়া ৭,৪০২ ২৯৪ ৫,৭৪৭
২০২ চাদ ৭,৩৭৮ ১৯২ ৪,৮৭৪
২০৩ সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডাইন আইল্যান্ড ৬,৭৪৮ ১০৬ ৬,৬৩৯
২০৪ ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জ ৬,১৬২ ৬২ ২,৬৪৯
২০৫ টার্কস্ ও কেইকোস আইল্যান্ড ৫,৯২৩ ৩৬ ৫,৮৫৯
২০৬ সেন্ট কিটস ও নেভিস ৫,৫৫৪ ৪৩ ৫,৫০৬
২০৭ ভানুয়াতু ৫,৪৮০ ৩,৬২১
২০৮ সেন্ট বারথেলিমি ৪,৩১৩ ৪৬২
২০৯ পালাও ৪,০৯৮ ৩,৭৮৫
২১০ সামোয়া ৩,৬৬৫ ১,৬০৫
২১১ কুক আইল্যান্ড ৩,৪৪৯ ২,৭৩৪
২১২ কিরিবাতি ৩,০৬৯ ১৩ ২,৫৯৫
২১৩ এ্যাঙ্গুইলা ২,৭৩১ ২,৭১৬
২১৪ সেন্ট পিয়ের এন্ড মিকেলন ২,৫০৯ ২,৩৬১
২১৫ ডায়মন্ড প্রিন্সেস (প্রমোদ তরী) ৭১২ ১৩ ৬৯৯
২১৬ ওয়ালিস ও ফুটুনা ৪৫৪ ৪৩৮
২১৭ মন্টসেরাট ১৭৬ ১৭৩
২১৮ ফকল্যান্ড আইল্যান্ড ১২৮ ৬৮
২১৯ ম্যাকাও ৮২ ৮২
২২০ ভ্যাটিকান সিটি ২৯ ২৯
২২১ পশ্চিম সাহারা ১০
২২২ জান্ডাম (জাহাজ)
২২৩ মার্শাল আইল্যান্ড
২২৪ নিউয়ে
২২৫ নাউরু
২২৬ সেন্ট হেলেনা

তথ্যসূত্র: চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন (সিএনএইচসি) ও অন্যান্য।

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১