শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪
৬ চিকিৎসক দিয়ে চলছে বরগুনা জেনারেল হাসপাতাল ।
চিকিৎসক-নার্সসহ নানা সমস্যায় জর্জরিত বরগুনা জেনারেল হাসপাতাল। ২৫০ শয্যার এ হাসপাতালে চিকিৎসা বঞ্চিত হচ্ছেন রোগীরা। মাত্র ছয়জন চিকিৎসক দিয়ে চলছে হাসপাতালটি। জেলার ১২ লাখ মানুষকে চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছেন কর্তব্যরত চিকিৎসক-নার্সরা।
হাসপাতালের সূত্র জানায়, হাসপাতালে ৪৩ চিকিৎসকের পদ থাকলেও ৩৭ পদই শূন্য। নার্সসহ বিভিন্ন পদে ৮৯ পদ থাকলেও সেখানে কর্মরত রয়েছে ৫৫ জন। কম্পিউটার অপারেটর, মেডিকেল টেকনোলজিস্ট, অফিস সহায়ক, বাবুর্চিসহ তৃতীয় ও চতুর্থ শ্রেণির ৬৬ পদ থাকলেও সেখানে ৩১ জন কর্মরত আছেন। এছাড়াও আউটসোর্সিং ক্যাটাগরিতে ২০ জন থাকার কথা থাকলেও সেখানে ২০ পদই শূন্য।
হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনদের অভিযোগ, হাসপাতালে চিকিৎসক নেই, পর্যাপ্ত ওষুধও নেই। অনেক চেষ্টার পর ডাক্তার দেখাতে পারলেও ব্যবস্থাপত্র দিয়ে বাইরে পাঠিয়ে দেওয়া হচ্ছে। ফলে গরীব ও অসহায় রোগীদের পড়তে হচ্ছে ভোগান্তিতে।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সোহরাব হোসেন বলেন, চিকিৎসক-নার্সসহ অন্যান্য পদে জনবল সংকট থাকায় সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে। বিষয়টি একাধিকবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে অবহিত করা হয়েছে।