শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

৬ চিকিৎসক দিয়ে চলছে বরগুনা জেনারেল হাসপাতাল

৬ চিকিৎসক দিয়ে চলছে বরগুনা জেনারেল হাসপাতাল ।
চিকিৎসক-নার্সসহ নানা সমস্যায় জর্জরিত বরগুনা জেনারেল হাসপাতাল। ২৫০ শয্যার এ হাসপাতালে চিকিৎসা বঞ্চিত হচ্ছেন রোগীরা। মাত্র ছয়জন চিকিৎসক দিয়ে চলছে হাসপাতালটি। জেলার ১২ লাখ মানুষকে চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছেন কর্তব্যরত চিকিৎসক-নার্সরা।

হাসপাতালের সূত্র জানায়, হাসপাতালে ৪৩ চিকিৎসকের পদ থাকলেও ৩৭ পদই শূন্য। নার্সসহ বিভিন্ন পদে ৮৯ পদ থাকলেও সেখানে কর্মরত রয়েছে ৫৫ জন। কম্পিউটার অপারেটর, মেডিকেল টেকনোলজিস্ট, অফিস সহায়ক, বাবুর্চিসহ তৃতীয় ও চতুর্থ শ্রেণির ৬৬ পদ থাকলেও সেখানে ৩১ জন কর্মরত আছেন। এছাড়াও আউটসোর্সিং ক্যাটাগরিতে ২০ জন থাকার কথা থাকলেও সেখানে ২০ পদই শূন্য।

হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনদের অভিযোগ, হাসপাতালে চিকিৎসক নেই, পর্যাপ্ত ওষুধও নেই। অনেক চেষ্টার পর ডাক্তার দেখাতে পারলেও ব্যবস্থাপত্র দিয়ে বাইরে পাঠিয়ে দেওয়া হচ্ছে। ফলে গরীব ও অসহায় রোগীদের পড়তে হচ্ছে ভোগান্তিতে।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সোহরাব হোসেন বলেন, চিকিৎসক-নার্সসহ অন্যান্য পদে জনবল সংকট থাকায় সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে। বিষয়টি একাধিকবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে অবহিত করা হয়েছে।

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০