শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

যতদ্রুত আফগানিস্তান ছাড়বো, ততই মঙ্গলঃ যুক্তরাষ্ট্র

প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, মিত্র দেশগুলো সৈন্য প্রত্যাহারে সময়সীমা বাড়ানোর আহ্বান জানালেও যুক্তরাষ্ট্র আগামী ৩১ আগস্টের মধ্যেই আফগানিস্তান থেকে সরে আসার জন্য দ্রুত গতিতে কাজ করছে।

বাইডেন বলেন, ‘আমরা যত দ্রুত শেষ করতে পারবো, আমাদের জন্য ততই ভালো হবে।’

যুক্তরাষ্ট্রের গণমাধ্যমে জানানো হয়েছে, কিছু মার্কিন সেনাকে ইতোমধ্যে যুক্তরাষ্ট্রে সরিয়ে নেওয়া হয়েছে। এতে মার্কিন ও আফগান নাগরিকদের নিরাপদে সরিয়ে নিতে কোনো প্রভাব পড়েনি।

আজ বুধবার বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে, ‘তালেবান কাবুল দখলের নয় দিনের মধ্যে ৭০ হাজার ৭০০ জনকে কাবুল থেকে সরিয়ে নেওয়া হয়েছে।’

এদিকে তালেবানরা জানিয়েছেন, সৈন্য প্রত্যাহারের সময়সীমা বাড়ানো যাবে না।

আন্তর্জাতিক সম্প্রদায় তালেবানের কর্মকাণ্ডের মাধ্যমেই তাদেরকে মূল্যায়ন করবে উল্লেখ করে বাইডেন বলেন, ‘আমাদের মানুষজনকে নিরাপদে কাবুল থেকে বের করে আনতে তালেবানরা সাহায্য করছে।’

বাইডেন বলেন, ‘লোকজনকে সরিয়ে আনার কাজ খুব দ্রুত শেষ করতে হবে। কারণ আফগানিস্তানে ইসলামিক স্টেটের (আইএস) হুমকি বাড়ছে।’

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০