শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

করোনাঃ ময়মনসিংহে ১৩ মৃত্যু

করোনা সংক্রমণ ও উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের আরো ১৩ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় হাসপাতালটির করোনা ইউনিটে মারা গেছেন তাঁরা।

১৩ জনের পাঁচজন মারা গেছেন করোনা সংক্রমণে এবং করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন আটজন।

যাঁরা করোনা সংক্রমণে মারা গেছেন তাঁরা হলেন মিম আক্তার (১৭), বিধু ভুসান (৭০), আব্দুল বারেক (৭৫), শামিমা রুমান (৪৭) ও রঞ্জিত রায় চৌধুরী (৭১)।

করোনা উপসর্গ নিয়ে যাঁরা মারা গেছেন তাঁরা হলেন সালাম (৫০), তাহের উদ্দিন (৬৫), নজরুল ইসলাম (৭০), আব্দুর রাজ্জাক (৭৫), ফুল মিয়া (৭০), ইসলাম উদ্দিন (৬৫), জোবেদা (৬৫) ও রানা পাল (৫৫)।

ডা. মহিউদ্দিন খান মুন বলেন, আইসিইউতে ২১ জনসহ হাসপাতালের করোনা ইউনিটে ২৬৯ জন চিকিৎসাধীন আছেন। নতুন ভর্তি ৩২ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩২ জন।

আজ শুক্রবার (২০ আগস্ট) সকালে হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন এসব তথ্য জানিয়েছেন।

জেলা জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, গত ২৪ ঘণ্টায় ৮৬৭টি নমুনা পরীক্ষা করে ১১০ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১২ দশমিক ৬৮ শতাংশ।

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০