মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

খেলাফত মজলিস

বিবৃতি: শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোনায় বন্যাদুর্গত এলাকায় জরুরী উদ্ধার ও ত্রাণ তৎপরতা জোরদারের আহ্বান খেলাফত মজলিসের । ঢাকা, ০৬ অক্টোবর ২০২৪: ভারত থেকে আসা ঢলের পানি ও প্রবল বর্ষণের কারণে ভয়াবহ বন্যাকবলিত শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোনা জেলায় জরুরী উদ্ধার ও ত্রাণ তৎপরতা জোরদারের আহ্বান জানিয়েছে খেলাফত মজলিস। আজ প্রদত্ত এক যৌথ বিবৃতিতে খেলাফত মজলিসের আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বন্যায় প্রাণহানী ও ক্ষয়ক্ষতির প্রতি সমবেদনা জানিয়ে বলেন, টানা বর্ষণ আর ভারত থেকে আসা পাহাড়ী ঢলে এসব জেলার কয়েকটি থানা স্বল্প সময়ের ব্যবধানে ডুবে যায়। প্রবল স্রোতের তোড়ে রাস্তাঘাট, ঘরবাড়ী ভেসে যাচ্ছে। সেখানে জরুরী ভিত্তিতে উদ্ধার ও ত্রাণ তৎপরতা চালানো দরকার। ইতোমধ্যে প্রশাসন উদ্ধার তৎপরতায় যোগ দিয়েছে। স্থানীয় প্রশাসনের সাথে খেলাফত মজলিস সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও ব্যক্তিকে উদ্ধার ও ত্রাণ তৎপরতায় ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানাচ্ছি। বার্তা প্রেরক (প্রকৌশলী আবদুল হাফিজ খসরু) কেন্দ্রীয়- প্রচার ও তথ্য সম্পাদক খেলাফত মজলিস

বিবৃতি:
শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোনায় বন্যাদুর্গত এলাকায় জরুরী উদ্ধার ও ত্রাণ তৎপরতা জোরদারের আহ্বান খেলাফত মজলিসের ।

ঢাকা, ০৬ অক্টোবর ২০২৪:
ভারত থেকে আসা ঢলের পানি ও প্রবল বর্ষণের কারণে ভয়াবহ বন্যাকবলিত শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোনা জেলায় জরুরী উদ্ধার ও ত্রাণ তৎপরতা জোরদারের আহ্বান জানিয়েছে খেলাফত মজলিস। আজ প্রদত্ত এক যৌথ বিবৃতিতে খেলাফত মজলিসের আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বন্যায় প্রাণহানী ও ক্ষয়ক্ষতির প্রতি সমবেদনা জানিয়ে বলেন, টানা বর্ষণ আর ভারত থেকে আসা পাহাড়ী ঢলে এসব জেলার কয়েকটি থানা স্বল্প সময়ের ব্যবধানে ডুবে যায়। প্রবল স্রোতের তোড়ে রাস্তাঘাট, ঘরবাড়ী ভেসে যাচ্ছে। সেখানে জরুরী ভিত্তিতে উদ্ধার ও ত্রাণ তৎপরতা চালানো দরকার। ইতোমধ্যে প্রশাসন উদ্ধার তৎপরতায় যোগ দিয়েছে। স্থানীয় প্রশাসনের সাথে খেলাফত মজলিস সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও ব্যক্তিকে উদ্ধার ও ত্রাণ তৎপরতায় ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানাচ্ছি।

বার্তা প্রেরক
(প্রকৌশলী আবদুল হাফিজ খসরু)
কেন্দ্রীয়- প্রচার ও তথ্য সম্পাদক
খেলাফত মজলিস

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১