শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪
আগৈলঝাড়ায় মোবাইল ফোন চুরির অভিযোগে এক শিশুকে মারধর করে তার মাথার চুল কেটে দেওয়ার ঘটনা ঘটেছে। উপজেলার গৈলা বাজারে শনিবার (১৪ আগস্ট) বিকেলে এ ঘটনা ঘটলেও সন্ধ্যার দিকে বিষয়টি জানাজানি হয়।
পুলিশ অভিযান চালিয়ে অলি টেলিকমের মালিক আহসান হাবিবকে (৩০) গ্রেপ্তার করে। পরে রোববার (১৫ আগস্ট) তাকে আদালতের মাধ্যমে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আগৈলঝাড়া উপজেলার গৈলাবাজারে মোবাইল ফোন ব্যবসায়ী অলি টেলিকমের দোকান থেকে গতকাল সন্ধ্যায় একটি ফোন চুরি হয়। এ সময় দোকানমালিক সিসি ক্যামেরায় একই উপজেলার উত্তর শিহিপাশা গ্রামের ভ্যানচালক মো. লাল মিয়া সরদারের ছেলে সজীবকে দোকানের সামনে ঘোরাফেরা করতে দেখেন। পরে সজীবকে চোর সন্দেহে দোকানমালিক আহসান হাবিব, তার সহযোগী সৌরভ মোল্লা (২৬) ও তাওহীদ খান (১৬) বাড়ি থেকে ধরে আনেন। দোকানের মধ্যে আটকে রেখে মারধরসহ অমানবিক শারীরিক নির্যাতন করা হয়। একপর্যায়ে জোর করে তার মাথার চুল কেটে দিয়ে বাজারে ঘুরিয়ে আটকে রাখা হয়। পরে বাজারের লোকজন পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে রাতে সজীবকে উদ্ধার করা হয়।
ওই শিশুর বাবা ভ্যানচালক লাল মিয়া সরদারের দাবি, আমার নির্দোষ ছেলেকে ওরা বাড়ি থেকে ধরে নিয়ে পিটিয়ে আহত করেছে। ছেলের মাথার চুল কেটে দিয়েছে। বাজারের শত শত মানুষের সামনে “চোর চোর” বলে ঘুরিয়ে উল্লাস করেছে। আমি এর বিচার চাই।
অভিযোগের ব্যাপারে জানতে চাইলে কোনো কথা বলেননি অলি টেলিকমের মালিক গ্রেপ্তার আহসান হাবিব।
আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. মাজাহারুল ইসলাম বলেন, বিষয়টি খুবই অমানবিক। শিশুটির মাথার চুল কেটে দেওয়া হয়েছে। নির্যাতনের শিকার সজীবের বাবার করা মামলায় প্রধান আসামি আহসান হাবিবকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে।