বুধবার, ২২ জানুয়ারি ২০২৫

রশিতে ঝুলছিল মা-মেয়ের মরদেহ

রশিতে ঝুলছিল মা-মেয়ের মরদেহ

দিনাজপুরের খানসামায় মা ও মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৮ ডিসেম্বর) রাতে উপজেলার আঙ্গারপাড়া ইউনিয়নের আরাজী যুগিরঘোপা গ্রামের বেনুপাড়ায় এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন, ভক্ত রায়ের স্ত্রী সুজাতা রানী রায় (২৪) এবং তার মেয়ে নীলাদ্রি রানী রায় (৬)।

জানা যায়, ২০১৮ সালে পারিবারিকভাবে বিয়ে হয় তাদের। ভক্ত রায় পেশায় একজন দর্জি।

পরিবার সূত্রে জানা যায়, সুজাতা প্রতিদিন সন্ধ্যাবাতি দিয়ে থাকে। কিন্তু বুধবার সন্ধ্যাবাতি না দেওয়ায় তার জা চন্দনা তাকে তার ঘরে ডাকতে যান। গিয়ে দরজা বন্ধ পান। এরপর দরজায় ধাক্কা দিলে ঘর অন্ধকার দেখতে পান। আলো জ্বালিয়ে দেখেন, মা ও মেয়ে ঝুলন্ত অবস্থায় আছে। এরপর চিৎকার করলে পরিবারসহ প্রতিবেশীরা এগিয়ে আসে।

খানসামা থানার ওসি নজমূল হক বলেন, মা-মেয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। ওই ঘরে একটি সুইসাইড নোট পাওয়া যায়। যেখানে মৃত্যুর জন্য কাউকে দায়ী করা হয়নি। তবে সুইসাইড নোটের লেখা ভুক্তভোগীদের কি না, তা পরীক্ষা করে জানা যাবে।

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১