সোমবার, ১২ মে ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ আখাউড়ায় সিঅ্যান্ডএফ এজেন্ট ব্যবসায়ী হাজী আব্বাস উদ্দিন ভূঁইয়ার অকাল মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ রয়েছে। তবে বাণিজ্য বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট এবং কাস্টমস ও বন্দরের সব কার্যক্রম স্বাভাবিক রয়েছে।
বৃহস্পতিবার (১২ আগষ্ট) সকাল থেকে দিনব্যাপী বন্দরে আমদানি রফতানি বাণিজ্য কার্যক্রম বন্ধ রয়েছে। আখাউড়া স্থলবন্দরের সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মোবারক হোসেন ভূঁইয়া ও আমদানি রফতানি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
তারা জানান, অসুস্থজনিত কারণে মঙ্গলবার (১০ আগষ্ট) আখাউড়া স্থলবন্দর সিএন্ডএফ ব্যবসায়ী ইমাম ব্রাদার্সের স্বত্বাধিকারী আব্বাস উদ্দিন ভূঁইয়া মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে বন্দরের ব্যবসায়ীরা শোকাহত। তার প্রতি শ্রদ্ধা নিবেদন স্বরূপ বৃহস্পতিবার সকাল থেকে দিনব্যাপী বন্দর দিয়ে পণ্য আনদানি-রফতানি না করার সিদ্ধান্ত নিয়ে আগেই ভারতীয় ব্যবসায়ীদের জানিয়ে দেয়া হয়েছে।
আগামীকাল শুক্রবার আখাউড়া স্থলবন্দর সাপ্তাহিক বন্ধ থাকবে। পরদিন শনিবার সকাল থেকে আমদানি-রফতানি বাণিজ্য ফের শুরু হবে। আখাউড়া স্থলবন্দর কাস্টমস সুপারিন্টেন্ডেন্ট মোহাম্মদ আলী বলেন, ব্যবসায়ীর মৃত্যুতে বন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকলেও কাস্টমস ও ইমিগ্রেশন চেকপোস্টের সব কার্যক্রম স্বাভাবিক রয়েছে।