শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪
করোনা মহামারিতে চিকিৎসকদের পাশাপাশি সম্মুখসারিতে নার্স ও মিডওয়াইফেরাও কাজ করে যাচ্ছেন। চিকিৎসাসেবায় দেশের ৩৫ হাজার নার্স ও মিডওয়াইফের ভূমিকা অপরিসীম।
এবার এই সম্মুখসারির যোদ্ধাদের স্বীকৃতি দিতে এগিয়ে এসেছে বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সরকারি হাসপাতালের কোভিডে আক্রান্ত নার্সদের বিনা মূল্যে প্যান্ডোভির, ফ্যাভিপিরা ও বারিনেজ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিকন।
তাঁদের ফুল কোর্স ওষুধ দেওয়া হবে। আজ বিকন ফার্মাসিউটিক্যালের কর্ণধার মো. এবাদুল করিম রাজধানীর নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরে এই ঘোষণা দেন।
এ ছাড়া যেকোনো সংকটে নার্সদের পাশে থাকার প্রত্যয় জানিয়েছেন তিনি।