বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪
রংপুরের মিঠাপুকুর উপজেলার বলদিপুকুর এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে আজ রোববার সকাল পৌনে আটটার দিকে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে চারজন পুরুষ ও একটি শিশু।
দুর্ঘটনায় প্রাথমিকভাবে ১২ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তাঁদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ব্যক্তিদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। হতাহত ব্যক্তিদের নাম–পরিচয় এ প্রতিবেদন লেখা পর্যন্ত জানা যায়নি।
মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতারুজ্জামান জানান, সেলফি পরিবহনের একটি বাস ঢাকা থেকে দিনাজপুরের দিকে যাচ্ছিল। আর জোয়ানা পরিবহনের একটি বাস রংপুর থেকে ঢাকার দিকে যাচ্ছিল। বলদিপুকুর এলাকায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার পর দুই বাসের চালক পালিয়ে গেছেন।
ওসি আকতারুজ্জামান আরও জানান, বাস দুটি মহাসড়কের একপাশে সরিয়ে নেওয়া হয়েছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও পুলিশ রয়েছে। দুর্ঘটনার পরে যান চলাচল ব্যাহত হয়েছে। লাশ থানায় নেওয়ার প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।