বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সাংবাদিক গ্রেপ্তার

ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় ঠাকুরগাঁওয়ে সাংবাদিক তানভীর হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল ১০ জুলাই রাত আটটার দিকে সদর থানায় এক মামলার খোঁজখবর নিতে গিয়ে তিনি গ্রেপ্তার হন।

তানভীর হাসান দৈনিক ইত্তেফাক ও বেসরকারি টিভি চ্যানেল ইনডিপেন্ডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত। তিনি অনলাইন নিউজ পোর্টাল জাগো নিউজেরও জেলা প্রতিনিধি। ঠাকুরগাঁও সদর থানার ওসি তানভিরুল ইসলাম তাঁর গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, গত শুক্রবার ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক নাদিরুল আজিজ বাদী হয়ে সাংবাদিক তানভীর হাসান, নিউজবাংলা ২৪ ডট কমের প্রতিনিধি রহিম শুভ্র ও বাংলাদেশ প্রতিদিন–এর জেলা প্রতিনিধি আবদুল লতিফের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। ওই মামলায় তানভীরকে গ্রেপ্তার করা হয়।

৫ জুলাই জাগো নিউজে ঠাকুরগাঁও হাসপাতালের করোনা ইউনিটের খাবারের মান নিয়ে ‘দিনে বরাদ্দ ৩০০ হলেও করোনা রোগীদের খাবার দেওয়া হচ্ছে ৭০ টাকার!’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। বিষয়টি নিয়ে আরও কয়েকটি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১