বুধবার, ১৪ মে ২০২৫
নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাসেম ফুডস ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডের ঘটনায় ভবন থেকে পড়ে গুরুতর আহতদের ছয়জনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়েছে।
বৃহস্পতিবার (৮ জুলাই) সন্ধ্যা পৌনে সাতটার দিকে তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। চিকিৎসকরা তাদের চিকিৎসা দিচ্ছেন।
বিকেল ৫টা ৪২ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট কাজ করছিল। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৫ জন। মারা গেছেন অন্তত দুজন
তারা হলেন, আবু বক্কর সিদ্দিক (৩৫), আমেনা বেগম (৪০), লুবনা বেগম (২৮), নাহিদ (২৮), মঞ্জুরুল (২৪) ও মহসিন (২৩)।