বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪

জুভেন্টাসেই থাকছেন রোনালদো

এক মাসেরও বেশি সময় ধরে চলা জ্বল্পনা-কল্পনার অবসান ঘটতে যাচ্ছে এবার। ঠিকানা পরিবর্তন করছেন না ক্রিশ্চিয়ানো রোনালদো। বরং পাকাপাকিভাবেই থেকে যাচ্ছেন তুরিনে। ইতালিয়ান মিডিয়ায় প্রকাশ হয়েছে, জুভেন্টাসের সঙ্গে আরও এক বছর বাড়তি চুক্তি করে নিচ্ছেন সিআর সেভেন। ২০২৩ সাল পর্যন্ত থাকবেন তিনি জুভেন্টাসে।

গত মৌসুম শেষ হওয়ার পরপরই জোর আলোচনা উঠে যায়, জুভেন্টাস ছাড়ছেন রোনালদো। কোথায় যাবেন? সম্ভাব্য গন্তব্য হিসেবে শোনা যাচ্ছিল তার সাবেক ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড কিংবা স্পোর্টিং সিপি।

বে, পরবর্তীতে পিএসজির নামও শোনা গিয়েছিল বেশ জোরে-শোরে। এমনকি স্প্যানিশ গণমাধ্যমে খবর প্রকাশিত হয়, বার্সা সভাপতি হুয়ান লাপোর্তাও চান রোনালদোকে ন্যু ক্যাম্পে নিয়ে যেতে। মেসি-রোনালদো একই সঙ্গে একই জার্সিতে খেলতে নামবেন, এটা ভাবলেই যেন শিউরে ওঠার মত অবস্থা তৈরি হয়।

তবে সব জ্বল্পনার অবসান ঘটিয়ে জুভেন্টাসেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন পর্তুগিজ তারকা। ইতালিয়ান মিডিয়ায় অনেকটা নিশ্চিত করেই রিপোর্ট প্রকাশ করেছে যে, নতুন চুক্তিতে শিগগিরই সাক্ষর করতে যাচ্ছেন রোনালদো।

আগামী মৌসুমে রোনালদোর বয়স বেড়ে দাঁড়াবে ৩৭-এ। পরের মৌসুমে হয়ে যাবে ৩৮। সময় খুব দ্রুত ফুরিয়ে আসছে। রোনালদো যদি চান যে ম্যানইউ কিংবা স্পোর্টিং সিপি থেকে অবসর নেবেন, তাহলে তার হাতে সময় হয়তো খুবই কম আছে। এখন দেখার বিষয়, আর কতদিন ভক্তদের পায়ের জাদু উপহার দেবেন তিনি।

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১