পূর্ব নির্ধারিত সূচিতেই হবে তামিম-রিয়াদদের জিম্বাবুয়ে যাত্রা। শিডিউল অনুযায়ী ঢাকা প্রিমিয়ার লিগ শেষেই ২৯ জুলাই জিম্বাবুয়ের উদ্দেশে উড়াল দেবে টিম টাইগার্স। এই সফরে টেস্ট, ওয়ানডে, টি–টোয়েন্টি—তিন সংস্করণেই মাঠে নামবে বাংলাদেশ দল। সফরের আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘোষণা করেছে তিন সংস্করণের স্কোয়াড।টেস্ট দল:
মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, সাদমান ইসলাম, মোহাম্মদ শরীফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, ইয়াসির আলী চৌধুরী, নুরুল হাসান সোহান, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, আবু জায়েদ চৌধুরী, তাসকিন আহমেদ, এবাদত হোসেন ও শরিফুল ইসলামওয়ানডে দল:
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, নাঈম শেখ, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ মিথুন, আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, শরীফ উদ্দিন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, রুবেল হোসেন ও শরিফুল ইসলাম।টি-টোয়েন্টি দল:
মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), তামিম ইকবাল, নাঈম শেখ, লিটন কুমার দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান, আফিফ হোসেন ধ্রুব, শামীম হোসেন, নাসুম আহমেদ, নুরুল হাসান সোহান, শেখ মাহেদী হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, শরীফ উদ্দিন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।