শুক্রবার, ৯ মে ২০২৫
কোপা আমেরিকায় টানা তিন ড্রয়ের পর জয় পেল লিওনেল মেসির আর্জেন্টিনা। এই জয় যে শুধু স্বস্তিই এনে দিয়েছে আর্জেন্টিনা দলে, বিষয়টা মোটেও তেমন নয়। তিন ড্রয়ের পর শনিবার ভোরে ১-০ গোলে জয়ের দেখা পেয়েছে তারা। উরুগুয়ের বিপক্ষে মেসিদের এই জয় তাদের এনে দিয়েছে বাড়তি আত্মবিশ্বাসও।
আর্জেন্টাইন সংবাদমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে মার্টিনেজ বলেছেন, আমরা দল হিসেবে জয় পেতে ব্যর্থ হচ্ছিলাম। এ ম্যাচের আগে আমরা ভালো অবস্থায় ছিলাম না। আমরা ভালো খেলছিলাম কিন্তু জয় পাচ্ছিলাম না।
নিজেদের দলের শক্তিমত্তার ওপর আস্থা রেখে কোপা আমেরিকা জয়ের বিশ্বাসের কথা জানিয়ে গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ বলেন, আমরা কোপা জিততে এসেছি, আর্জেন্টিনা কাউকে ভয় পায় না। আমরা এই লক্ষ্যপূরণের স্বপ্ন দেখি।
তবে সামনে যে দলই হোক, কাউকে ভয় পান না জানিয়ে এমিলিয়ানো বলেছেন, আমরা কোনো দলকে ভয় পাই না। সব দলের জন্যই আমাদের শ্রদ্ধা রয়েছে, আমরা ম্যাচ ধরে ধরে এগুচ্ছি। আমার মতে, চিলির বিপক্ষে ম্যাচের চেয়ে আজকে আমাদের পারফরম্যান্স আরও দৃঢ় ছিল। বিশেষ করে রক্ষণভাগে ভালো খেলেছি।