মঙ্গলবার, ৬ মে ২০২৫
করোনায় প্রায় ১৫ মাস ধরে বন্ধ রয়েছে সব সরকারি চাকরির বিজ্ঞপ্তি। তবে করোনাকালেও বিশেষ দুটি বিসিএস ও ৪৩তম সাধারণ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। প্রতিবছর একটি করে সাধারণ বিসিএসের সার্কুলার দেয় পিএসসি। সে হিসেবে ২০২১ সালের ৪৪তম বিসিএসের সার্কুলার দেওয়ার প্রস্তুতির কাজ চলছে জোরেশোরে।
সোমবার (২১ জুন) জনপ্রশাসন ও সরকারি কর্ম কমিশন (পিএসসি) সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, ৪১তম বিসিএস-এর প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল সামনে প্রকাশ হবে। ৪০ ও ৪২তম বিসিএস-এর প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষার পর এখন ভাইভা চলছে। আর ৪৩তম বিসিএসের আবেদন জমা নেওয়ার কাজ চলছে। করোনার কারণে জরুরি ভিত্তিতে ডাক্তার নিয়োগের জন্য ৩৯ ও ৪২তম বিশেষ বিসিএস দেয় পিএসসি।
বর্তমানে ৪৩তম সাধারণ বিসিএসের আবেদন চলছে। গত ৩০ নভেম্বর বিভিন্ন ক্যাডারে এক হাজার ৮১৪ জন কর্মকর্তা নিয়োগের জন্য ৪৩তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। গত ৩০ ডিসেম্বর থেকে আবেদন শুরু হয়, কয়েক দফা বাড়িয়ে আবেদনের তারিখ জুন মাসের ৩০ তারিখ পর্যন্ত করা হয়েছে। এ বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২৯ অক্টোবর।