মঙ্গলবার, ১৩ মে ২০২৫

জয় দিয়েই শুভসূচনা করল ব্রাজিল

কয়েক সপ্তাহ ধরে চলা নাটকের অবসান ঘটিয়ে অবশেষে কালোমানিকের দেশেই পর্দা উঠল লাতিন আমেরিকার শ্রেষ্ঠত্বের লড়াই কোপা আমেরিকা।


আর ঘরের মাঠে জয় দিয়েই শুভসূচনা করল ব্রাজিল। বিশ্বকাপ বাছাইয়ের সবকটি ম্যাচেই দুর্দান্ত খেলেছে নেইমাররা।

সেই ছন্দটা কোপা আমেরিকাতেও টেনে আনল তারা। আক্রমণাত্মক ফুটবল খেলে ভেনেজুয়েলাকে ৩-০ গোলে উড়িয়ে দিল সেলেকাওরা।

অবশ্য কোপার মতো প্রতিদ্বন্দ্বিতার লড়াইয়ে পূর্ণশক্তি নিয়ে মাঠে নামতে পারেনি ভেনিজুয়েলা। ম্যাচের আগেই কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন দলের সেরা আট খেলোয়াড়সহ ১৩ জন।

তাই খর্বশক্তির দল নিয়ে পরাশক্তি ব্রাজিলের মোকাবিলা করতে নামে তারা।

৮৩তম মিনিটে দারুণ ড্রিবলিংয়ে বল পায়ে ডি-বক্সে ঢুকে পড়েন নেইমার। কাছের পোস্ট দিয়ে শটও নেন, কিন্তু এক জনের পায়ে লেগে একটুর জন্য বাইরে দিয়ে যায় বল।

৮৯ মিনিটে তৃতীয় গোল করে ব্রাজিল। এবারও গোলের নায়ক নেইমার। তার বাড়িয়ে দেয়া পাসকেই ভেনেজুয়েলার জালে জড়িয়ে দেন গাবিগোল খ্যাত গ্যাব্রিয়েল।

নির্ধারিত সময় শেষে ৩-০ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল।

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১