শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

বেলজিয়ামের ইউরো মিশন শুরু আজ সোনালি প্রজন্মের

বিগত কয়েক বছর ধরে ফুটবল পরাশক্তি হিসেবে নিজেদের জায়গা মজবুত করেছে বেলজিয়াম ফুটবল দল। ২০১৫ সালে প্রথমবার ফিফা র‍্যাংকিংয়ের এক নম্বরে উঠেছিল দলটি। পরের বছর ইউরো চ্যাম্পিয়নশিপে বাদ পড়ে গিয়েছিল কোয়ার্টার ফাইনালে। তবে এবারের ইউরোয় শিরোপার অন্যতম দাবিদার নিজেদের সোনালি প্রজন্মের হাতে থাকা দেশটি।

গত ইউরোয় কোয়ার্টারে বাদ পড়ার থেকে ক্রমেই ওপরের দিকে উঠেছে বেলজিয়ামের পারফরম্যান্সের গ্রাফ। ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে প্রায় অপ্রতিরোধ্য ছিল তারা। তবে আটকা পড়তে হয় সেমিফাইনালে, বিশ্বকাপ শেষ করে তৃতীয় হয়ে। সে বছরের অক্টোবরেই পুনরায় ফিফা র‍্যাংকিংয়ের শীর্ষস্থান দখল করে তারা।

এদিকে শনিবার রাতে বেলজিয়ামের ম্যাচের আগে রয়েছে আরও দুইটি খেলা। বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় এ গ্রুপের ম্যাচে সুইজারল্যান্ডের মুখোমুখি হবে গ্যারেথ বেলের ওয়েলস। এই ম্যাচ শেষে রাত দশটায় মাঠে নামবে বি গ্রুপের দুই দল ডেনমার্ক ও ফিনল্যান্ড। তিনটি ম্যাচই দেখা যাবে সনি সিক্সের পর্দায়।

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০