সোমবার, ১২ মে ২০২৫
সময় মতো ঋতুস্রাব শুরু হয়নি বলে এ মাসে অপেক্ষা করতে হচ্ছে? এ নিয়ে অনেকেই দুশ্চিন্তায় ভুগে থাকেন। কেননা, অনেকেরই চিন্তা-ভাবনা ঋতুস্রাব বন্ধ হয়েছে বিধায় সে অন্তঃসত্ত্বা। কিন্তু আসলেই কি তাই? এর পেছনে অন্য কোনো কারণও থাকতে পারে। তাই প্রথমেই উল্টা-পাল্টা না ভেবে সেই সকল দিক নিয়েও ভেবে দেখতে পারেন। ঋতুস্রাব শুরু না হওয়ায় প্রেগনেন্সি পরীক্ষার প্রস্তুতি নেয়ার আগে অন্য কারণগুলো নিয়ে একটু ভেবে দেখতে পারেন।
অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় মানসিক চাপের বিষয়। সময় মতো ঋতুস্রাব অনেক মেয়েরই শুরু হয় না।
হরমোনের ওঠানামার সমস্যার জন্যও অনেকের ঋতুস্রাব সময় মতো হয় না। মুখে লোম গজানো এবং হঠাৎ করেই ওজন বেড়ে যাওয়া এই অসুখের খুব পরিচিত উপসর্গ।
থাইরয়েড গ্ল্যান্ড থেকে হরমোনের ওঠা-নামার কারণে হাইপারথাইরয়েডিজম বা হাইপোথাইরয়েডিজম হওয়ার সম্ভাবনা থাকে। আর এটি মেয়ে বা মহিলাদের মধ্যে অনেক সময়ই দেখা যায়। সূত্র : আনন্দবাজার