মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

বজ্রাঘাতের হটস্পট সিরাজগঞ্জ

দেশে গত চার মাসে বজ্রাঘাতে ১৭৭ জনের মৃত্যু হয়েছে। বজ্রাঘাতে পুরুষ মারা গেছেন ১৪৯ ও নারী ২৮ জন। এর মধ্যে শিশুর সংখ্যা ১৩, কিশোর ৬ ও কিশোরী রয়েছে তিনজন।
শুক্রবার (১১ জুন) সকালে সেভ দ্য সোসাইটি অ্যান্ড থান্ডারস্টর্ম অ্যাওয়ারনেস ফোরামের পক্ষ থেকে এ পরিসংখ্যান প্রকাশ করা হয়।
ফোরামের পক্ষ থেকে বলা হয়েছে, কালবৈশাখীর মধ্যে আম কুড়াতে গিয়ে বজ্রাঘাতে মারা গেছেন ১৫ জন। ঘরে অবস্থানকালে মারা গেছেন ১০ জন। নৌকায় মাছ ধরার সময় বজ্রাঘাতে মৃত্যু হয়েছে ছয়জনের। মাঠে গরু আনতে গিয়ে মারা গেছেন পাঁচজন। মাঠে খেলা করার সময় তিনজন ও বাড়ির আঙিনায় ছয়জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া ভ্যান-রিকশা চালানোর সময় দুজন এবং গাড়ির ভেতরে অবস্থানকালে মৃত্যু হয়েছে একজনের।
অন্যদের মৃত্যু কোথায় হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১