মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
করোনাভাইরাস মহামারিতে ইউরোপে সবার আগে বিপর্যয়ের শিকার হয়েছিল ইতালি। তারাই ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচের আয়োজক। উদ্বোধনী ম্যাচও খেলবে তারা। তুরস্ক ও ইতালির ম্যাচ দিয়ে শুরু হচ্ছে গত বছরের স্থগিত হওয়া ইউরোর লড়াই। বাংলাদেশ সময় শুক্রবার (১১ জুন) দিবাগত রাত ১টায় হবে উদ্বোধনী ম্যাচ, সরাসরি দেখাবে সনি টেন ২। দ্বিতীয় শিরোপার লক্ষ্যে নামা আজ্জুরিদের জন্য সুখবর হলো, তারা পাশে পাচ্ছে দর্শক-সমর্থকদের।
রোমের স্তাদিও অলিম্পিকোতে ধারণক্ষমতার ২৫ শতাংশ দর্শককে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে, সংখ্যায় প্রায় ১৬ হাজার। দেড় বছর পর দর্শকদের সামনে খেলবেন ভেবে রোমাঞ্চিত ইতালির অভিজ্ঞ ডিফেন্ডার লিওনার্দো বোনুচ্চি, ‘আমরা এক বছর ধরে এই মুহূর্তের জন্য অপেক্ষা করছি। ১৫ হাজার মানুষেল মুখে জাতীয় সঙ্গীত শুনতে আর তর সইছে না আমাদের। স্টেডিয়ামের ভেতরে ভক্তদের সঙ্গে ফুটবল একেবারে ভিন্ন একটা খেলা।
গত ইউরো বাছাইয়ে ১০ ম্যাচের সবগুলো জিতেছিল ইতালি, যে কীর্তি করেছে কেবল বেলজিয়াম। ২০১৬ সালের ইউরো ও ২০১৮ সালের বিশ্বকাপ বাছাইয়ে ২২ ম্যাচ খেলে তারা যতগুলো গোল করেছিল, সেই ৩৭ গোল এবার তারা করেছে এই ইউরোর বাছাইয়েই।
বাছাইয়ে ম্যাচ জয়ে বেলজিয়ামকে ছুঁয়েছে ইতালি, আর রক্ষণে বেলজিয়ানদের পাশে ছিল তুরস্ক। ১০ ম্যাচে মাত্র ৩ গোল খেয়েছে তারা, বেলজিয়ামের সঙ্গে যা যৌথ সেরা ডিফেন্সিভ রেকর্ড। তবে প্রথম ম্যাচের আগে তুর্কিদের জন্য একটি পরিসংখ্যান দুশ্চিন্তার, ইউরোর উদ্বোধনী ম্যাচ তারা খেলেছে চারবার। প্রত্যেকবারই হেরেছে তারা।