বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪

দেড় কোটি টাকার ইয়াবা সহ আটক ১

জসিম তালুকদার স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম) :
চব্বিশ ঘণ্টার ব্যবধানে মাদকবিরুধী অভিযানে আবার সাফল্য পেয়েছে নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ মো: আলমগীর হোসেন।
বৃহস্পতিবার বিকালে বাংলাদেশ মায়ানমার সীমানার দোছড়িতে গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে আজিজুল মোস্তফা মনিয়া প্রকাশ লেডা (২৫)কে আটক করে।
পরে তার কাছ থেকে মোট পাঁচ টি কার্ড, চার কার্ডে ৩৯ হাজার ২০০ পিচ এবং এক কার্ডে (পানি ও বাতাসের সংর্স্পশে জমাট বাধা) ৯৫০ গ্রাম, যা ৯হাজার ৫০০ ইয়াবার সমমান।
সর্বমোট ৪৮ হাজার ৭০০ পিচ ইয়াবা ট্যাবলেট। যার আনুমানিক বাজার মুল্য প্রায় এক কোটি ছেচল্লিশ লাখ টাকা।
নাইক্ষ্যংছড়ি থানা অফিসার ইনচার্জ মোঃ আলমগীর হোসেন জানান, গোপন সূত্রে তাদের কাছে খবর আসে সীমান্ত এলাকা দোছড়ি থেকে মাদককারবারী চক্রের এক সদস্য বিপুল পরিমানের ইয়াবা ট্যাবলেট পাচারের লক্ষে আনছিল।
পরে পুলিশ সুপার জেরিন আকতারের নির্দেশনায় দোছড়ি সড়কপথে অভিযানে নামে পুলিশের বিশেষ একটি টিম। এসময় মোস্তফা মনিয়াকে তল্লাশি করে তার কাছে থাকা ব্যাগ থেকে প্যাকেট ভর্তি ৪৮হাজার ৭শ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।
এর আগে বৃহস্পতিবার ভোররাতে ভাল্লুকখাইয়া এলাকা থেকে ৪৯হাজার পিচ ইয়াবাসহ দুই মাদককারবারীকে আটক করে নাইক্ষ্যংছড়ি থানা পুলিশ।
মাদক বিরোধী এমন প্রশংসনীয় অভিযানের ফলে সচেতন নাগরিকরা আইন শৃংখলা বাহিনীকে সাধুবাদ জানিয়েছেন। তবে পর্দার আড়ালে থাকা প্রভাবশালী মাদক ব্যবসায়ীদের আটকের জন্য জোর দাবি জানান তারা।

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০