বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪
লেবাননে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল। গত বুধবার (২৭ নভেম্বর) ভোর থেকে লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। এরপরও দেশটির দক্ষিণাঞ্চলের ১০ এলাকায় প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে ইসরায়েল।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদেনে এ তথ্য জানানো হয়েছে।ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, লেবাননের নাগরিকদের দক্ষিণাঞ্চলের ১০ গ্রামে প্রবেশ না করতে সতর্ক করা হয়েছে। যুদ্ধবিরতির দ্বিতীয় দিনে সেনাবাহিনী এমন বার্তা দিয়েছে।
এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনীর আরবি ভাষার মুখপাত্র অভিচয় অদ্রি ১০টি এলাকার তালিকা প্রকাশ করেছেন। এসব এলাকায় পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত প্রবেশের বিষয়ে সতর্ক করা হয়েছে।সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে তিনি এসব নিষিদ্ধ এলাকার মানচিত্র সংযুক্ত করা হয়েছে। এলাকাগুলো হলো শেবা, হেব্বারিয়া, মারজায়ুন, ইয়োহমোর এবং বারাচিটসহ বিভিন্ন এলাকা। পোস্টে তিনি বলেন, এসব এলাকা যে অতিক্রম করবে সে নিজেকে বিপদের মুখে ঠেলে দেবে।
এর আগে বুধবার মধ্যরাতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধবিরতির ঘোষণা দেন। প্রাথমিক অবস্থায় ৬০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে, যা পরে আরও বাড়ানো হতে পারে।
নেতানিয়াহু বলেন, নিরাপত্তা মন্ত্রিসভা যুদ্ধবিরতি চুক্তিতে সম্মতি জানিয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, হিজবুল্লাহ যদি চুক্তির শর্ত ভঙ্গ করে তাহলে ইসরায়েল তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেবে।
চুক্তি অনুসারে আগামী ৬০ দিনের মধ্যে লেবানন থেকে ইসরায়েল তাদের সব সেনা প্রত্যাহার করে নেবে। অন্যদিকে হিজবুল্লাহ সীমান্ত থেকে সরে লিটানি নদীর অপরপ্রান্তে সরে যাবে। এ ছাড়া তারা নতুন করে কোনো অবকাঠামো নির্মাণ বা নিজেদের পুনরায় অস্ত্রশস্ত্রে সজ্জিত করতে পারবে না।
নেতানিয়াহু দাবি করেন, বর্তমানে আগের মতো শক্তিশালী নেই হিজবুল্লাহ। ইসরায়েলি বাহিনী তাদের কয়েক দশক পিছিয়ে দিয়েছে। তেলআবিব যুদ্ধে লক্ষ্য পূরণ করেছে। এ সময় চুক্তি অমান্য করলে কঠোর জবাব দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।