বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪
হাইকোর্টের এজলাসে বিচারপতি মো. আশরাফুল কামালকে লক্ষ্য করে ডিম ছুড়ে মারার ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্ট বার সমিতির সভাপতিকে এ নির্দেশের কথা জানিয়েছেন প্রধান বিচারপতি।এর আগে সংবিধানের ষোড়শ সংশোধনী মামলার রায়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান সম্পর্কে বিরূপ মন্তব্য করা হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. আশরাফুল কামালকে ডিম ছুড়ে মেরেছেন একদল আইনজীবী। নিজ এজলাস কক্ষে এ ঘটনার একপর্যায়ে বিচারপতি এজলাস ছেড়ে নেমে যেতে বাধ্য হন। বুধবার (২৭ নভেম্বর) বিচারপতি আশরাফুল কামাল ও বিচারপতি কাজী ওয়ালিউল ইসলামের হাইকোর্ট বেঞ্চে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী আইনজীবীরা জানান, দুপুরের পরে ওই বেঞ্চে বিচারকাজ চলছিল। এ সময় একদল আইনজীবী এজলাস কক্ষে প্রবেশ করেন। তারা ডায়াসের সামনে গিয়ে বিচারপতি আশরাফুলকে উদ্দেশ করে বলেন, আপনি একজন বিচারপতি হয়ে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে বিরূপ মন্তব্য করেছেন। আপনি এখনো যদি ওই চিন্তাভাবনা পোষণ করেন, তাহলে আপনার বিচারকাজ পরিচালনার অধিকার নেই।একপর্যায়ে আইনজীবীদের মধ্যে কেউ একজন বিচারপতি আশরাফুল কামালকে লক্ষ্য করে ডিম ছুড়ে মারেন। তবে সেই ডিম বিচারপতির আসনের সামনে থাকা ডেস্কে লাগে। এ সময় কিছু আইনজীবী বিশৃঙ্খলার সৃষ্টি করেন। এ অবস্থায় বিচারপতি আশরাফুল ও বিচারপতি কাজী ওয়ালিউল এজলাস ছেড়ে খাস কামরায় চলে যান।