বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪
জুলাই বিপ্লবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) শহীদ ও আহতদের স্মরণে স্মরণসভা ও গণঅভ্যুত্থানের ঘটনাপ্রবাহ নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ তথ্য জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর।
জানানো হয়েছে, আগামী ১ ডিসেম্বর স্মরণসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড.নিয়াজ আহমেদ খান। এদিন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বেরোবির শহীদ ও আহত যোদ্ধাদের স্মরণে বিভিন্ন কর্মসূচি পালিত হবে।
জুলাই যোদ্ধাদের স্মরণে বেরোবিতে সাংস্কৃতিক আয়োজন
জুলাই বিপ্লবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) শহীদ ও আহতদের স্মরণে স্মরণসভা ও গণঅভ্যুত্থানের ঘটনাপ্রবাহ নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ তথ্য জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর।
জানানো হয়েছে, আগামী ১ ডিসেম্বর স্মরণসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড.নিয়াজ আহমেদ খান। এদিন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বেরোবির শহীদ ও আহত যোদ্ধাদের স্মরণে বিভিন্ন কর্মসূচি পালিত হবে।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শওকাত আলী বলেন, জুলাই বিপ্লবে যারা আমাদের এ দেশ উপহার দিয়েছে সেসব শহীদ ও আহত যোদ্ধাদের স্মরণ করতে এমন আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। তারা যেন আমাদের কাছ থেকে হারিয়ে না যায়, আগামী প্রজন্মের কাছে তাদের অমর করে রাখার দায়িত্ব আমাদের।
গত ১৬ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে পুলিশের বন্দুকের সামনে বুক পেতে দেন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ। তার শাহাদাতের পর আন্দোলন ছড়িয়ে পড়ে সারা দেশে। যার প্রেক্ষাপটে ৫ আগস্ট দেশ ছেড়ে চলে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।