বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪

ইয়ামাল কবে ফিরবেন জানালেন ফ্লিক

ইয়ামাল কবে ফিরবেন জানালেন ফ্লিক

গেল দুই ম্যাচে লামিনে ইয়ামালকে পায়নি বার্সেলোনা, দুই ম্যাচেই হোচট খেয়েছে কাতালান ক্লাবটি। চ্যাম্পিয়ন্স লিগে ব্রেস্টের বিপক্ষে ম্যাচেও থাকছেন না এ বিস্ময় বালক।

শনিবার লাসপালমাসের বিপক্ষে ম্যাচে ১৭ বছর বয়সি উইঙ্গারকে পাওয়ার প্রত্যাশায় আছেন কোচ হ্যান্সি ফ্লিক।

রেডস্টার বেলগ্রেডের বিপক্ষে সহজ জয়ের ম্যাচে ডান পায়ের গোড়ালিতে আঘাত পান ইয়ামাল। তারপর থেকে এ ফরোয়ার্ডকে ছাড়া দুই ম্যাচ খেলেছে বার্সেলোনা। রিয়েল সোসিয়েদাদের কাছে ১-০ গোলে হারের পর সেল্টা ভিগোর সঙ্গে ২-২ গোলে ড্র করেছে হ্যান্সি ফ্লিকের দল।

এখন আশঙ্কা— চ্যাম্পিয়ন্স লিগে ব্রেস্টের বিপক্ষেও পা হড়কাবে না তো স্প্যানিশ জায়ান্টরা! সমর্থকরা চাইবেন তেমনটা না হোক। হ্যান্সি ফ্লিক জানাচ্ছেন, ব্রেস্টের বিপক্ষে ম্যাচের পরই ইয়ামালকে পেতে যাচ্ছে বার্সেলোনা।

ব্রেস্টের বিপক্ষে ম্যাচের আগে এক প্রশ্নের জবাবে এ জার্মান কোচ বলেন, ‘আমি মনে করি ইয়ামালকে ছাড়া এটিই হতে যাচ্ছে শেষ ম্যাচ। শনিবারের ম্যাচে হয়তো সে বেঞ্চে থাকবে। দল নির্বাচনের ক্ষেত্রে হয়তো তাকে বিবেচনা করা যাবে।’ ১৭ বছর বয়সি ইয়ামালের ওপর বার্সেলোনা কতটুকু নির্ভর করে সেটা এরই মধ্যে বোঝা গেছে।

দলে এ উইঙ্গারের গরুত্ব বোঝাতে গিয়ে বর্ষীয়ান ডিফেন্ডার ইনিগো মার্তিনেজ বলেছেন, ‘আমরা জানি দলের জন্য সে (ইয়ামাল) কতটা গুরুত্বপূর্ণ। এটা লুকানোর কিছু নেই।’

মার্তিনেজ আরও বলেন, ‘ইয়ামল তো ইয়ামালই। কিন্তু তাকে ছাড়া আমরা ম্যাচ জিততে পারব না— এমনটা আমি মনে করি না। দলের অন্যরাও নিজেদের সেরাটা দেওয়ার জন্য তৈরি আছে।’

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০