বুধবার, ৭ মে ২০২৫

নৌবাহিনীকে হারিয়ে চ্যাম্পিয়ন সেনাবাহিনী

নৌবাহিনীকে হারিয়ে চ্যাম্পিয়ন সেনাবাহিনী facebook sharing buttonmessenger sharing buttonwhatsapp sharing buttontwitter sharing buttonlinkedin sharing button

পুলিশ স্টাফ কলেজ গ্রাউন্ডে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে নৌবাহিনী নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৭৬ রান করে। বাশার আলী ৪০ বলে ৭১ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। আলিমুল ইসলামের ব্যাট থেকে আসে ২০ রান। সেনাবাহিনীর হাসান মাহমুদ সৌরভ, আসাদ মিয়া ও নবাব ইসলাম দুটি করে উইকেট নিয়েছেন। জবাবে রাহাত মল্লিকের ৩০ বলে ৫৬ রানের ঝড়ো ইনিংসে ভর করে ১৮.৩ ওভারে ৫ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে সেনাবাহিনী। কামরুল হাসান অপরাজিত ৩৭ রানের ইনিংস খেলেন, ফয়সাল কবির করেন ৩৩ রান। রাহাত মল্লিক ম্যাচ সেরা হয়েছেন।

এদিকে টি-৪০ ফরম্যাটের লিগ ম্যাচে শনিবার জয় পেয়েছে সেনা কল্যাণ সংস্থা। বিকেএসপিতে টস জিতে প্রতিপক্ষ বিমান বাহিনীকে ব্যাটিংয়ে পাঠায় সেনা কল্যাণ সংস্থা। বারিউল মুসাব্বির প্রীতম ও আবু সাঈদ কাজীর টাইট বোলিংয়ে ৩২ ওভারে অলআউট হওয়ার আগে ১০৪ করতে পারে বিমান বাহিনী। মোহাম্মদ জুলফিকার সর্বোচ্চ ২৯ রান করেন। তারিকুল ইসলাম সাগর করেছেন ২২ রান। প্রীতম ৪ উইকেট নিয়েছেন ২১ রানে; আবু সাঈদ কাজী ১২ রানে ২ উইকেট নিয়েছেন। জবাবে আহমেদ আমান আবিরের ৪৭ বলে ৫৭ রানের ইনিংসের কল্যাণে ১৮.৫ ওভারে ৭ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে সেনা কল্যাণ সংস্থা। ৪ উইকেট নেওয়া প্রীতম ম্যাচ সেরা হয়েছেন।

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১