মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’ এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের নির্দেশনায় অনলাইন অ্যাক্টিভিস্ট ও ব্লগার আরজান ইভানের পাশে দাঁড়িয়েছে ‘আমরা বিএনপি পরিবার’ সেল।
শনিবার (১৬ নভেম্বর) দুপুরে তারেক রহমানের পক্ষ থেকে রাজধানীর শেরেবাংলা নগরে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হসপিটালে ইভানের চিকিৎসার খোঁজ নিতে যায় ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রতিনিধি দল। এ সময় হাসপাতালে থাকা ইভানের স্বজনকে তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করেন তারা।
এ সময় উপস্থিত ছিলেন, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) যুগ্ম মহাসচিব ডা. মনোয়ারুল কাদির বিটু, ‘আমরা বিএনপি পরিবার’ এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, বিএনপি নেতা হাবিব সাত্তার, শেকৃবি ছাত্রদলের সাবেক যুগ্ম-সম্পাদক নাহিয়ান হোসেন প্রমুখ। জানা যায়, গত ৬ নভেম্বর ব্রেন স্টোক করলে ওইদিনই আরজান ইভানকে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হসপিটালে ভর্তি করা হয়। তার অবস্থা সংকটাপন্ন।
‘আমরা বিএনপি পরিবার’ এর পক্ষ থেকে জানানো হয়েছে, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে নিয়ে ‘রাজবন্দীর জবানবন্দি’ বই লেখার কারণে আরজান ইভান ২০১৮ সালে গুমের শিকার হন এবং দীর্ঘ ৭ মাস তাকে কারাভোগ করতে হয়।