শুক্রবার, ৯ মে ২০২৫

শিরোপা লড়াইয়ে সেনাবাহিনী-নৌবাহিনী

শিরোপা লড়াইয়ে সেনাবাহিনী-নৌবাহিনী

ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেড করপোরেট অ্যামেচার ক্রিকেটের টি-২০ ফরমেটে শিরোপা নির্ধারণী ম্যাচে বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিপক্ষ বাংলাদেশ নৌবাহিনী।

সেমিফাইনালে সেনা কল্যাণ সংস্থাকে ৪ উইকেটে হারিয়ে প্রথম দল হিসেবে ফাইনালে উঠে এসেছিল সেনাবাহিনী। আরেক সেমিফাইনালে ক্যাডেট একাদশকে ১২ রানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে নৌবাহিনী।পুলিশ স্টাফ কলেজ মাঠে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে ব্যাট করতে নামা নৌবাহিনী নির্ধারিত ২০ ওভারে অলআউট হওয়ার আগে ১৭১ রান করে। এতে আরাফাত হোসেন সর্বোচ্চ ৪০ রানে অপরাজিত ছিলেন। নাঈম হোসেন করেন ৩৬ রান। আলিমুল ইসলামের ব্যাট থেকে আসে ২৪ রানের ইনিংস। রাজীব মাহমুদ শুভ ৩ উইকেট নিয়েছেন।

জবাবে দারুণ সূচনার পরও বিস্ময়কর পতন হয় ক্যাডেট একাদশের। উদ্বোধনী জুটিতে মাত্র ৭.৩ ওভারে ৭১ রান তোলে এ কে এম হুসনা হাবিব মেহেদি-খাদেমুল ইসলাম আলভি জুটি। মেহেদি সর্বোচ্চ ৫১ রান করেন। আলভি খেলেছেন ৩৩ রানের ইনিংস। শেষদিকে মাকসুদ আলম অন্তর (২২) ও শওনাক আবরারের (১৬) প্রচেষ্টাও ক্যাডেট একাদশের হার এড়ানোর জন্য যথেষ্ট ছিল না। নৌবাহিনীর আলিমুল ইসলাম ২০ রানে ৩ উইকেট নিয়েছেন।

আরেক ম্যাচে সেনা কল্যাণ সংস্থা নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১০১ রান করে। আপেল মাহমুদ রামিন ২৪ রান করেন। সেনাবাহিনীর হাসান মাহমুদ সৌরভ ১৯ রানে ৪ উইকেট নিয়েছেন। জবাবে সারোয়ার হোসেনের ৪৩ বলে ৫০ রানের অপরাজিত ইনিংসের কল্যাণে সেনাবাহিনী ১৭.৫ ওভারে ৬ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে। ৪ উইকেট নেওয়া হাসান মাহমুদ সৌরভ ম্যাচসেরা হয়েছেন।

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১