শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪
বাজার সিন্ডিকেটের কবলে আলুর দাম বৃদ্ধির প্রতিবাদ ও উচ্চমূল্য নিয়ন্ত্রণে কনশাস কনজ্যুমার্স সোসাইটি (সিসিএস) ও এর যুব শাখা কনজ্যুমার ইয়ুথ বাংলাদেশের (সিওয়াইবি) উদ্যোগে লক্ষ্মীপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ নভেম্বর) সকালে কালেক্টরেট ভবনের সামনে লক্ষ্মীপুর-রায়পুর আঞ্চলিক মহাসড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধন শেষে আলুর মূল্য নিয়ন্ত্রণে কোল্ড স্টোরেজ পর্যায়ে মোবাইল কোর্ট পরিচালনার দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে।
সিসিএস লক্ষ্মীপুর ইউনিটের নেতারা জানায়, গত ১ মাস ধরে দেখা যাচ্ছে অসাধু ব্যবসায়ীরা কোল্ড স্টোরেজকেন্দ্রিক কূটকৌশলের মাধ্যমে আলুর বাজার নিয়ন্ত্রণ করে ভোক্তা সাধারণকে জিম্মি করে ফেলেছে। গত ফেব্রুয়ারি মাসের শেষ থেকে মার্চ মাস পর্যন্ত মজুদদাররা আলু সংগ্রহ করে কোল্ড স্টোরেজে রেখেছেন। ওই সময় তাদের আলুর ক্রয়মূল্য কেজিপ্রতি ছিল ১৮ থেকে ২০ টাকা। কোল্ড স্টোরেজে রাখার খরচ ৬০ কেজির বস্তাপ্রতি অঞ্চলভেদে ১৮০ টাকা থেকে ৩৪০ টাকা।সংগঠনটির জেলা সমন্বয়ক আবুল হাসান সহেল বলেন, কতিপয় মজুদদার, ব্যাপারী, ফড়িয়া (অধিকাংশ ব্যবসায়ী ট্রেড লাইসেন্সবিহীন) এবং সংশ্লিষ্ট কোল্ড স্টোরেজ ম্যানেজার/মালিক যোগসাজশে অস্বাভাবিক ও অযৌক্তিকভাবে মূল্য বাড়িয়ে দিয়েছে। তারা আড়তদারদের নিয়ন্ত্রণের মাধ্যমে ভোক্তা সাধারণকে জিম্মি করে প্রতি কেজি আলু খুচরা পর্যায়ে ৭০ থেকে ৭৫ টাকা দরে বিক্রি করা হচ্ছে।
এতে বক্তব্য রাখেন- সিসিএস লক্ষ্মীপুর ইউনিটের সদস্য মাহামুদুন্নবী রাসেল, আল আমিন, আবদুল বাতেন, আবদুল্লাহ আল মামুন প্রমুখ।
উল্লেখ্য, কনশাস কনজ্যুমার্স সোসাইটি (সিসিএস) একটি অলাভজনক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান যা ভোক্তা অধিকার প্রতিষ্ঠায় সচেতনতা সৃষ্টিসহ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সঙ্গে সমন্বয় করে নানা কার্যক্রম পরিচালনা করে। সিসিএস এর বর্তমানে ৬১টি জেলায় ও ৮৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় ১২ হাজার স্বেচ্ছাসেবী রয়েছে।