বুধবার, ২২ জানুয়ারি ২০২৫
কক্সবাজার-টেকনাফ মেরিনড্রাইভ সড়কে ট্রাক্টরচাপায় আবদুর রহমান নামে এক নির্বাচন কর্মকর্তা নিহত হয়েছেন। রোববার (১৭ নভেম্বর) সকাল ১০টার দিকে টেকনাফ-শামলাপুর জাহাজপুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবদুর রহমান (৩৭) উখিয়ার হলদিয়াপাং মরিচ্যা সাবেক জনাব আলী পাড়ার আবদুল গফুরের ছেলে ও টেকনাফ নির্বাচন কার্যালয়ের কর্মকর্তা।টেকনাফ বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রে ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. দস্তগীর হোসেন চৌধুরী বলেন, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ সুরতহাল রিপোর্ট তৈরির পর মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে।
কক্সবাজার জেলা নির্বাচন কর্মকর্তা নাজিম উদ্দীন কালবেলাকে বলেন, সকালে বাড়ি থেকে টেকনাফ থেকে কর্মস্থলে যাওয়ার পথে মেরিনড্রাইভ সড়কের জাহাজপুরা এলাকায় পৌঁছালে একটি বড় ট্রাক্টর পেছন থেকে নিহত আবদুর রহমানের মোটরসাইকেলে ধাক্কা দেয়। পরে আবার তাকে চাপা দিলে ঘটনাস্থলে মারা যান তিনি।