বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪
সৌদি আরবের মদিনা শহরে ঠিক বাইরে ইসলামের প্রথম মসজিদ নির্মাণ করেছিলেন মহানবী হজরত মুহাম্মদ (সা.)। মক্কা থেকে হিজরত করে মদিনায় যাওয়ার পথে মহানবী (সা.) কুবায় ওই মসজিদ বানিয়েছিলেন। ইসলামের প্রথম সেই কুবা মসজিদে মুসল্লিদের ঢল নেমেছে।
চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত প্রায় দুই কোটি মানুষ কুবা মসজিদে নামাজ আদায় করেছেন। গালফ নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ১ কোটি ৯০ লাখের বেশি মুসল্লি কুবা মসজিদে নামাজ আদায় করেছেন।
২০২২ সালে শুরু করা এক প্রজেক্টের আওতায় কুবা মসজিদ ও এর আঙিনা বাড়ানো হচ্ছে। অতিরিক্ত বৃদ্ধি করা এই জায়গা এবং এর আশপাশের এলাকার উন্নয়ন বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের নামে নামকরণ করা হয়েছে।
এই সংস্কার প্রক্রিয়া শেষ হলে কুবা মসজিদে একসঙ্গে ৬৬ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। আর পুরো এলাকা হবে ৫০ হাজার স্কয়ার মিটার, অর্থাৎ বর্তমানে যতখানি জায়গার ওপর মসজিদটি আছে, তার ১০ গুণ বড় করা হচ্ছে।
মসজিদে নতুন কার্পেট বসানো হচ্ছে। পাশাপাশি জমজম কূপের পানি সংরক্ষণের সক্ষমতা ৯৮ হাজার লিটার পর্যন্ত বাড়ানো হয়েছে।