মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নামে খুব শিগগিরই মেয়েদের ক্রিকেট কিংবা ফুটবল টুর্নামেন্ট শুরু করা হবে বলে জানিয়েছেন দলটির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক। শনিবার (১৬ নভেম্বর) দুপুরে ফরিদপুর স্টেডিয়ামে শহীদ জিয়া ক্রিকেট টুর্নামেন্টের বিভাগীয় খেলার উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা জানান তিনি। টি-টোয়েন্টি ফরম্যাটের এ টুর্নামেন্টের উদ্বোধনে যোগ দেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাসার সুমন।
আমিনুল হক বলেন, বাংলাদেশে মেয়েদের ক্রিকেট এবং ফুটবল খেলা দুটিই অত্যন্ত জনপ্রিয়। সেই জনপ্রিয়তাকে লক্ষ্য রেখেই চলমান টুর্নামেন্টের পরেই আমাদের প্রিয় নেত্রীর নামে ক্রিকেট কিংবা ফুটবল টুর্নামেন্ট শুরু করবো আমরা। তিনি আরও বলেন, স্বৈরাচারমুক্ত বাংলাদেশে আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে ক্রিকেট খেলা শুরু করেছি। এর আগে আমরা আরাফাত রহমান কোকোর নামে টুর্নামেন্ট করেছি। বাংলাদেশের আনাচে-কানাচে তৃণমূল লেভেল থেকে এই খেলাধূলার মাধ্যমেই আমরা ভালো খেলোয়াড় বাছাই করে নিয়ে আসতে পারব। এটাই আমাদের লক্ষ্য। ক্ষমতাচ্যুত আওয়ামী সরকারের সমালোচনা করে জাতীয় ফুটবল দলের সাবেক এই অধিনায়ক বলেন, গত দেড় দশকে শেখ হাসিনার সরকার দেশের যুবসমাজকে বিপথগামী পথে নিয়ে ধ্বংস করে দিয়েছে। দেশের অনেক যুবক মাদকে আসক্ত হয়ে পড়েছে। সেই যুবসমাজকে খেলাধূলার মাধ্যমে মাঠে ফিরিয়ে এনে তাদেরকে একটা সুন্দর জীবনে নিয়ে আসাই আমাদের আরেকটি লক্ষ্য। এসময় উপস্থিত ছিলেন জাতীয় ক্রিকেট দলের সাবেক ওপেনার জাভেদ ওমর বেলিম গোল্লা, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জহিরুল ইসলাম শাহজাদা মিয়া, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, মহিলা দলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুনুর রশিদ হারুন, যুবদলের কেন্দ্রীয় সাবেক সহ-সভাপতি মাহাবুবুল হাসান পিংকু, ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা, সদস্য সচিব একেএম কিবরিয়া স্বপনসহ স্থানীয় বিএনপির নেতারা। বিএনপির ফরিদপুর সাংগঠনিক বিভাগের পাঁচটি জেলার ক্রিকেটারদের নিয়ে লাল ও সবুজ দলের মধ্যে খেলাটি অনুষ্ঠিত হয়। বিজয়ীরা ঢাকায় ১২টি দলকে নিয়ে অনুষ্ঠেয় টুর্নামেন্টের চূড়ান্ত পর্যায়ে অংশ নিবেন।