শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

চট্টগ্রামে বিপ্লব ও সংহতি দিবস ঘিরে আজ দিনব্যাপী কর্মসূচি

চট্টগ্রামে বিপ্লব ও সংহতি দিবস ঘিরে আজ দিনব্যাপী কর্মসূচি

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনকে ঘিরে দিনব্যাপী বিশেষ কর্মসূচি দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটি।

আজ শনিবার (১৬ নভেম্বর) চট্টগ্রামে দিনব্যাপী এসব কর্মসূচি পালন করবে সংগঠনটি। এসব কর্মসূচির মধ্যে রয়েছে, জিয়াউর রহমানের প্রথম সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও মাগফিরাত কামনা, জিয়াউর রহমানের স্বাধীনতার দর্শন ও আদর্শের আলোকে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ‘শহীদ জিয়া স্মৃতি যাদুঘরে’ এতিম শিশুদের অংশগ্রহণে কোরআনখানি ও দোয়া মাহফিল, চিত্র প্রদর্শনী, বিপ্লব উদ্যানে সংক্ষিপ্ত সমাবেশ এবং সমাবেশ শেষে কালুরঘাট বেতার কেন্দ্র অভিমুখে ‘যুব পদযাত্রা’।

এর আগে শুক্রবার (১৫ নভেম্বর) বিকেলে নগরের একটি রেস্তোরাঁয় সংবাদকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় কর্মসূচির এসব তথ্য জানান কেন্দ্রীয় যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন।

এ সময় চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি, সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ, কেন্দ্রীয় যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক মাহফুজুর রহমান মাহফুজ, সাবেক সহ-সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ মুন্না, সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক জাহিদ হাসান, কেন্দ্রীয় যুবদলের সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সভাপতি হাসান জসিম, দক্ষিণ জেলার সভাপতি মোহাম্মদ শাহজাহান, সাধারণ সম্পাদক মো. আজগর, উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক মুরাদ চৌধুরীসহ চট্টগ্রাম বিভাগীয় অন্যান্য জেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০