বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪
আওয়ামী লীগ সরকারের বিগত ১৫-১৬ বছরের শাসনামলে যুবলীগ-ছাত্রলীগ মূর্তিমান আতঙ্ক ছিল বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, যুবলীগ-ছাত্রলীগ যে দিক দিয়ে হেঁটে যেত, মানুষ সে দিক দিয়ে যেতেও ভয় পেত।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে রাজধানীর গেন্ডারিয়া থানার নারিন্দাতে প্রয়াত সাদেক হোসেন খোকা খেলার মাঠে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’ এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের নির্দেশনায় ‘বিনামূল্যে চক্ষুসেবা ক্যাম্প’ এর উদ্বোধনের আগে সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে রিজভী এ কথা বলেন।
গত জুলাই-আগস্টের গণআন্দোলনে চক্ষু হারানো ও চক্ষু ক্ষতিগ্রস্ত এবং নিম্নবিত্ত মানুষের চক্ষু সেবার উদ্দেশ্যে ‘আমরা বিএনপি পরিবার’ এর উদ্যোগে দ্বিতীয় দিনের মতো প্রখ্যাত চক্ষু বিশেষজ্ঞদের সমন্বয়ে এই চক্ষুসেবা ক্যাম্প পরিচালিত হয়।
রিজভী বলেন, শেখ হাসিনা তার শাসনামলে এমন বন্য আইন, এমন শাসন ব্যবস্থা কায়েম করেছিলেন যে, তখন একজন মানুষ আরেকজন মানুষকে দেখলে ভয় পেত; একজন বন্ধু আরেকজন বন্ধুকে দেখলে ভয় পেতে। যুবলীগ-ছাত্রলীগ ছিল মূর্তিমান আতঙ্ক। তারা যে দিক দিয়ে হেঁটে যেত, মানুষ সে দিক দিয়ে যেতে ভয় পেত। মানুষ ফিসফিস করে কথা বলতো, নিরবে কথা বলতো। তারা ভাবতো- আমাদের কথা যদি ছাত্রলীগ-যুবলীগ জেনে যায়, তাহলে আমাদের বাড়ি- ঘরে আক্রমণ করবে অথবা পুলিশ-র্যাব এসে তাকে তুলে নিয়ে গিয়ে চিরদিনের জন্য নিরুদ্দেশ করে দিবে।