বুধবার, ২২ জানুয়ারি ২০২৫

ময়মনসিংহে ভুয়া ম্যাজিস্ট্রেট আটক

ময়মনসিংহে ভুয়া ম্যাজিস্ট্রেট আটক

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় তুষার মিয়া নামে এক ভুয়া ম্যাজিস্ট্রেটকে আটক করেছে স্থানীয়রা।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে উপজেলা রাওনা ইউনিয়নের শিবগঞ্জ বাজার থেকে তাকে আটক করা হয়।

আটক তুষার মিয়া কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার মধ্যবাজার রথপাড়া এলাকার বাসিন্দা।

স্থানীয় বাসিন্দা মো. শহিদুল ইসলাম জানান, তুষার মিয়া নিজেকে স্বাস্থ্য অধিদপ্তরের ম্যাজিস্ট্রেট পরিচয়ে শিবগঞ্জ বাজারের ব্যবসায়ী বুলু মিয়া ও ফোরকান আলী দোকানে অবৈধ পলিথিন উদ্ধারে অভিযান চালায়। কথাবার্তা সন্দেহ হলে ব্যবসায়ীরা তাকে চ্যালেঞ্জ করে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে তাকে উদ্ধার করে থানা নিয়ে যায়।

গফরগাঁও থানার ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম কালবেলাকে বলেন, জনতার হাতে আটক স্বাস্থ্য অধিদপ্তরের লোক পরিচয়দানকারী তুষার মিয়া ভুয়া। তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১