মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪

লেকের পানিতে ভাসছিল ৭ টুকরা লাশ

লেকের পানিতে ভাসছিল ৭ টুকরা লাশ

নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচল উপশহরের একটি লেক থেকে অজ্ঞাতপরিচয় যুবকের খণ্ডবিখণ্ড লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৩ নভেম্বর) সকালে উপজেলার পূর্বাচল ৫ নম্বর সেক্টরের লেকের পাড় থেকে খণ্ডবিখণ্ড ওই লাশ উদ্ধার করা হয়।

লাশের নাম-পরিচয় এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ।

রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, বুধবার সকালে পূর্বাচলের ৫ নম্বর সেক্টরের লেকের পাড়ে তিনটি কালো পলিথিনের ব্যাগ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ পলিথিনের ব্যাগগুলো খুললে এক ব্যক্তির শরীরের মাথা, দুটি হাত, শরীরের পেছনের অংশ, নাড়িভুঁড়ি, বাম পা, বাম ঊরুর কাটা অংশ পাওয়া যায়।তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ৩/৪ দিন আগে দুর্বৃত্তরা অজ্ঞাত এ ব্যক্তিকে হত্যা করেছে। যুবকের মরদেহ খণ্ডবিখণ্ড করে তিনটি পলিথিনের ব্যাগ ভর্তি করে রাতের যেকোনো সময় পূর্বাচলে লেকের পাড়ে ফেলে গেছে। উদ্ধার হওয়া মরদেহের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।

ওসি লিয়াকত আলী বলেন, ঘটনার রহস্য উন্মোচনে সিআইডির (পুলিশের অপরাধ তদন্ত বিভাগ) একটি দল কাজ করছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন আসলে হত্যার রহস্য জানা যাবে।

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১