বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪

তাহিরপুরে পল্লী বিদ্যুৎ সাবস্টেশন স্থাপনের দাবিতে মানববন্ধন

তাহিরপুরে পল্লী বিদ্যুৎ সাবস্টেশন স্থাপনের দাবিতে মানববন্ধন

সুনামগঞ্জের তাহিরপুরে পল্লী বিদ্যুৎ সাবস্টেশন (উপকেন্দ্র) স্থাপনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৩ নভেম্বর) বেলা ১১টায় তাহিরপুর উপজেলা পরিষদ চত্বরে তাহিরপুরের সচেতন নাগরিক মহল ব্যানারে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার আবুল হাসেমের হাতে স্মারকলিপি তুলে দেন তারা।

মানববন্ধনে বক্তারা বলেন, শতভাগ অগ্রাধিকার থাকা সত্ত্বেও তাহিরপুর সদরে কোন পল্লী বিদ্যুৎ সাব স্ট্রেশন (উপকেন্দ্র) নেই। প্রতিটি উপজেলায় সাবস্টেশন উপজেলা সদরে স্থাপন করা হলেও ব্যতিক্রম হয়েছে এই উপজেলায়। এ উপজেলায় সাবস্টেশন (তাহিরপুর সাব জোনাল অফিস-১) নামে একটি স্থাপন করা হলেও সেটি বাদাঘাট ইউনিয়নে রয়েছে।

তারা আরও বলেন, আমরা জানতে পেরেছি আরও একটি সাবস্টেশন তাহিরপুর সদরের বাইরে ট্যাকেরঘাটে স্থাপন করা হবে। আমরা হুঁশিয়ারি দিয়ে বলতে চায়, যদি আর কোনো সাবস্টেশন এই উপজেলায় স্থাপন করা হয় তাহলে আগে তাহিরপুর সদরে স্থাপন করতে হবে। অন্যথায় আমরা পল্লী বিদ্যুতের বিরুদ্ধে আরও কঠিন পদক্ষেপ গ্রহণ করব।

তাহিরপুর সদর ইউপি চেয়ারম্যান জোনাব আলী বলেন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎসেবা পেতে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে পল্লী বিদ্যুতের সাবস্টেশন (উপকেন্দ্র)। প্রতিটি উপজেলায় সর্বপ্রথম সাবস্টেশন উপজেলা সদরে স্থাপন করা হলেও আমাদের এখানে একটি ইউনিয়নে স্থাপন করা হয়েছে। উপজেলা সদরে সাবস্টেশন না থাকায় সুবিধাবঞ্চিত হচ্ছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ইউএনও অফিসসহ বিভিন্ন সরকারি-বেসরকারি গুরুত্বপূর্ণ দপ্তর।

তিনি বলেন, আমরা জানতে পেরেছি আবারও উপজেলা সদরকে অগ্রাধিকার না দিয়ে আরও একটি সাবস্টেশন সদর ইউনিয়নের বাইরে স্থাপন করার পাঁয়তারা চলছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

তাহিরপুর সদর ইউপি সদস্য তুজাম্মিল হক নাছরুমের সঞ্চালনায় বক্তব্য রাখেন, তাহিরপুর সদর ইউপি চেয়ারম্যান জোনাব আলী, সচেতন নাগরিক মহলের পক্ষে মেহেদী হাসান উজ্জল, সাংবাদিক বাবরুল হাসান বাবলু, বাদল মিয়া, আতিকুর রহমান আতিক, জাহাঙ্গীর আলম, শাহাজাহান, গোলাম নবী সাজ্জাদ, আবু জুহুর, আবুল হাসান রাসেল, তানিম আহমদ লিংকন, আসাদুজ্জামান মুন্না, সাংবাদিক শওকত হাসান, ছাত্রনেতা আবুল হাসনাত রাহুল, সাজিবুল ইসলাম প্রমুখ।

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০