বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখরের একান্ত অনুসারী হিসেবে পরিচিত সহকারী অধ্যাপক মো. হারুনুর রশিদকে অগ্নিবীণা হলের প্রভোস্ট হিসেবে নিয়োগ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
মঙ্গলবার (১২ নভেম্বর) লোকপ্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মো. হারুনুর রশিদকে পরবর্তী ২ বছরের জন্য প্রভোস্ট হিসেবে নিয়োগ দেয় প্রশাসন।
অভিযোগ রয়েছে, সাবেক উপাচার্য ড. সৌমিত্র শেখরের অনিয়ম-দুর্নীতির সহযোগী হিসেবে কাজ করেছেন হারুনুর রশিদ। এরই প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডিতে সহকারী প্রক্টর হিসেবে দায়িত্ব পেয়েছেন তিনি। ছাত্র জনতার অভ্যুত্থানে রাজনৈতিক পট পরিবর্তনের পর পদত্যাগ করতে বাধ্য হন তিনি।
উপাচার্য সৌমিত্র শেখরের অনিয়মের পক্ষে সোচ্চার তথাকথিত সচেতন শিক্ষক সমাজের মানববন্ধনেও ছিলেন সম্মুখসারিতে। আওয়ামী সমর্থিত বঙ্গবন্ধু নীল দলের প্যানেল থেকে শিক্ষক সমিতির নির্বাচনেও অংশগ্রহণ করেছেন তিনি। নতুন প্রশাসন আসার পরও তোষামোদি করে বাগিয়ে নিয়েছেন পদ-পদবি। গত ২ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলের হাউজ টিউটর হিসেবেও তিনি নিয়োগ পান।