বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪
ঢাকার সাভারে এক নারীর মাথা ও হাতবিহীন মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের স্বামীকে আটক করা হয়েছে।
সোমবার (১১ নভেম্বর) রাতে সাভারের বিরুলিয়া ইউনিয়নের দত্তপাড়া এলাকার সেতু নার্সারির ভেতর থেকে ওই তরুণীর মরদেহ উদ্ধার করে পুলিশ। মঙ্গলবার (১২ নভেম্বর) নয়নকে ভোরে মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে আটক করেছে পুলিশ।
সাভার মডেল থানার বিরুলিয়া ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ ওয়াজেদ বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন।
নিহত ওই নারীর নাম শান্তনা (২১) তার স্বামীর নাম নয়ন।পুলিশ জানায়, রাতে সাভারের বিরুলিয়া ইউনিয়নের দত্তপাড়া মহল্লায় সেতু নার্সারিতে মালিরা গাছে পানি দিতে যায়। তখন হঠাৎ মাথা ও দুই হাত বিচ্ছিন্ন এক তরুণীর মরদেহ দেখতে পেয়ে সাভার মডেল থানা পুলিশকে খবর দেন তারা। পরে পুলিশ গিয়ে আশপাশে খোঁজাখুঁজি করে প্রায় ১৫০ গজ দূরে একটি পলিথিনে মোড়ানো অবস্থায় কাটা মাথা ও হাত উদ্ধার করে।
সাভার মডেল থানার বিরুলিয়া ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ ওয়াজেদ বলেন, স্থানীয়দের খবরের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় জড়িত সন্দেহে তার স্বামীকে আটক করা হয়েছে।