বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪

সিএমপির ৬ কর্মকর্তাকে বদলি

সিএমপির ৬ কর্মকর্তাকে বদলি

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ছয় কর্মকর্তাকে বদলি করা হয়েছে। সোমবার (১১ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে উপসচিব আবু সাঈদের সই করা পৃথক দুটি প্রজ্ঞাপনে তাদের বদলির আদেশ দেওয়া হয়।

একটি আদেশে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) আবদুল মান্নান মিয়া এবং অতিরিক্ত কমিশনার মাসুদ আহাম্মদকে (ট্রাফিক) অতিরিক্ত ডিআইজি হিসেবে রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

রাজশাহী রেঞ্জ ডিআইজির কার্যালয়ে উপকমিশনার সাদিরা খাতুনকে পুলিশ সুপার হিসেবে সংযুক্ত করা হয়েছে।

আরেক আদেশে অতিরিক্ত পুলিশ কমিশনার আব্দুল ওয়ারীশকে নৌ-পুলিশে, উপকমিশনার এন এম নাসিরুদ্দিন একই পদে গাজীপুর মেট্রোপলিটন পুলিশে, মুহাম্মদ মঞ্জুর মোর্শেদকে পুলিশ সুপার হিসেবে নৌ-পুলিশে বদলি করা হয়েছে।

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১