মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪

ষড়যন্ত্রে পা না দিয়ে দ্রুত নির্বাচন দিন : বুলু

ষড়যন্ত্রে পা না দিয়ে দ্রুত নির্বাচন দিন : বুলু

কোনো ষড়যন্ত্রে পা না দিয়ে অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু।

রোববার (১০ নভেম্বর) বিকেলে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কুমিল্লা বিভাগীয় বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি পূর্ব আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।

তিনি বলেন, ভোটের অধিকার আদায়ের জন্য এ দেশের আপামর জনসাধারণ আন্দোলন সংগ্রাম করেছে। জীবন দিয়েছে, রক্ত দিয়েছে। মানুষের আকাঙ্ক্ষা পূরণে অতি শিগগিরই নির্বাচন দিতে হবে। কারো ষড়যন্ত্রে পা দিয়ে জাতিকে বিভ্রান্ত করবেন না।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, বিএনপি এককভাবে রাষ্ট্র ক্ষমতায় যেতে চায় না। হাসিনা বিরোধী আন্দোলনে যারা ছিলেন সবাইকে নিয়ে সরকার গঠন করা হবে। একটি জাতীয় সরকার গঠিত হবে।

আরো পড়ুন ...

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১