বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক বটতলায় বিনামূল্যে বই পড়ার জনপ্রিয় সংগঠন বই-বিহঙ্গের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে।
শনিবার (৯ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় এক বছরের নানা গল্প, স্মৃতিচারণা, কুইজ প্রতিযোগিতা ও কেক কাটার মাধ্যমে বই-বিহঙ্গের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়।
এরআগে বটতলা থেকেই ২০২৩ সালের ৯ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের একদল স্বপ্নবাজ তরুণদের হাত ধরে যাত্রা শুরু করে বই-বিহঙ্গ। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, বেগম বদরুন্নেসা কলেজ, ফরিদপুর, বগুড়া, পাবনা সহ মোট ১০টি শাখায় বইয়ের পাখি হয়ে বিনামূল্যে বই পড়ানোর সেবা করে যাচ্ছে বই-বিহঙ্গ।
প্রথম বর্ষপূর্তির আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় একত্রিত হন বই-বিহঙ্গের প্রতিষ্ঠাতা প্যানেলের সদস্যবৃন্দ, ঢাকার অন্যান্য শাখাগুলোর প্রতিনিধিবৃন্দ, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার পাঠক, সদস্য ও অন্যান্যরা। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও বই-বিহঙ্গের বিভিন্ন শাখায় কেক কাটা, কবিতা আবৃত্তি, কুইজ প্রতিযোগিতা, পাঠক মিলনমেলাসহ নানা কর্মসূচির মাধ্যমে আয়োজিত হয় দিনটি। একইসাথে বই-বিহঙ্গ সরকারি বাঙলা কলেজ ও ঢাকা নার্সিং কলেজ এ দুটি নতুন শাখার উদ্বোধন করা হয়। বইয়ের বাংলাদেশ গড়তে বিনামূল্যে বই পড়ানোর এ উদ্যোগ দেশের প্রতিটি প্রান্তে ছড়িয়ে দিতে চান তারা।