বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪
নরসিংদীর ইতিহাসে সবচেয়ে বেশি দৌড়বিদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়ে গেল ‘রায়পুরা ম্যারাথন’। শুক্রবার (৮ নভেম্বর) ভোর হতে বেলা ১১টা পর্যন্ত অনুষ্ঠিত ম্যারাথনে তিন ক্যাটাগরিতে অংশ নেন দেশ-বিদেশের ৬০০ দৌড়বিদ। রায়পুরা উপজেলা প্রশাসন ও রায়পুরা রানার্স কমিটি যৌথভাবে এ ম্যারাথনের আয়োজন করে।
ম্যারাথনে অংশ নিতে জড়ো হন চীন, জাপান, যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ড, রাশিয়া ও চেক রিপাবলিকের ১৫ জন নাগরিকসহ দেশের বিভিন্ন অঞ্চলের ৬০০ জন দৌড়বিদ। এর আগে রেজিস্ট্রেশন করেন তারা।
শুক্রবার (৮ নভেম্বর) ভোরে রায়পুরা উপজেলা পরিষদ মাঠে এসব দৌড়বিদ একত্রিত হন। এ সময় এলাকায় বিভিন্ন বয়সী ও পেশার দৌড়বিদের উপস্থিতিতে উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়।
এর আগে রায়পুরায় অনানুষ্ঠানিকভাবে দুইবার হাফ ম্যারাথন হলেও এবারই প্রথম আনুষ্ঠানিকভাবে ফুল ম্যারাথন অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময় ভোর ৫টায় পর্যায়ক্রমে তিন ক্যাটাগরিতে ৬০০ জন দৌড় শুরু করেন। ফুল ম্যারাথন ৪২ কিলোমিটার, হাফ ম্যারাথন ২১ কিলোমিটার ও ১০কিলোমিটার ম্যারাথনে মোট ৬০০ দৌড়বিদ অংশ নেন। সব সময় এমন আয়োজনের দাবি জানিয়ে শারীরিক ও মানসিক সুস্থতার জন্য দৌড়ের বিকল্প নেই বলে জানিয়েছেন অংশগ্রহণকারীরা।