বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪
ঢাকার হাতিরঝিল থানায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হতাহতের ঘটনায় এবার আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে মামলায় বিএনপি নেতাকেও আসামি করা হয়েছে। ষড়যন্ত্রমূলক মামলায় তাকে আসামি করায় ক্ষোভ জানিয়ে এ নিয়ে সংবাদ সম্মেলন করেছেন হবিগঞ্জের মাধবপুর উপজেলার বিএনপির তথ্য ও গবেষণা সম্পাদক এখলাছুজ্জামান ভূইয়া।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকালে মাধবপুরের জগদীশপুর ইউনিয়ন কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
এখলাছুজ্জামান ভূইয়া মাধবপুর উপজেলা বিএনপির তথ্য ও গবেষণা সম্পাদক ও জগদীশপুর ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক।
সংবাদ সম্মেলনে বিএনপি নেতা এখলাছুজ্জামান ভূইয়া বলেন, ‘গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সঙ্গে আমরা জগদীশপুর তথা মাধবপুর উপজেলা বিএনপি একাত্মতা ঘোষণা করে একসঙ্গে আন্দোলন করেছি। এর অনেক স্থিরচিত্রসহ লাইভ ভিডিও রয়েছে। ষড়যন্ত্র করে উদ্দেশ্য প্রণোদিতভাবে রাজনৈতিক হেয়প্রতিপন্ন করার জন্য আমাকে এ মামলায় জড়ানো হয়।