বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪
লেবাননে এবার মালয়েশিয়ান শান্তিরক্ষীদের ওপর হামলা করেছে ইসরায়েলি বাহিনী। বৃহস্পতিবার (৭ নভেম্বর) এ হামলা হয়। এর আগে বেশ কয়েকবার লেবানন-ইসরায়েল সীমান্ত এলাকায় জাতিসংঘের শান্তিরক্ষীদের স্থাপনায় হামলা হয়। সেসব হামলায় শ্রীলংকাসহ বেশ কয়েক দেশের শান্তিরক্ষীরা আহত হয়েছিলেন।
রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ লেবাননের শহর সিডনে ইসরায়েলি বাহিনী বিমান হামলা চালায়। এতে তিনজন লেবানিজ নাগরিক নিহত এবং তিনজন লেবানিজ সৈন্য আহত হয়েছেন। এ ছাড়া ইউনিফিলের (লেবাননে কর্মরত জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী) ছয়জন সেনা আহত হন। তারা মালয়েশিয়ার সেনাবাহিনীর সদস্য।
লেবাননের সেনাবাহিনী ও মালয়েশিয়া সরকার পৃথক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
তথ্যমতে, একটি গাড়িকে লক্ষ্য করে বিমান হামলাটি হয়। গাড়িটি তখন চেকপয়েন্ট অতিক্রম করছিল। হামলায় গাড়ির ভেতরে থাকা তিন লেবানিজ নাগরিক নিহত হন এবং সৈন্যরা আহত হন। লেবাননের ওই সেনারা চেকপয়েন্টে দায়িত্ব পালন করছিলেন। অপরদিকে ব্যস্ত সড়কে ঘটনাস্থল পাড় হচ্ছিল শান্তিরক্ষীদের বহনকারী বাসসহ কয়েকটি যান। ইসরায়েলের হামলা থেকে সেগুলোও বাদ যায়নি।