বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪
ঐতিহাসিক জুলাই অভ্যুত্থান থেকে জন্ম নেওয়া দৃঢ়তা ও আশার চেতনাকে শ্রদ্ধা জানাতে জনগণের কণ্ঠস্বরকে, তারুণ্যের দীপ্ততাকে তুলে ধরতে গণঅভ্যুত্থানের গান নিয়ে ‘আওয়াজ উড়া’ কনসার্টের আয়োজন করা হয়েছে।
শুক্রবার (০৮ নভেম্বর) সন্ধ্যা ৬টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে সেই মুহুর্তগুলো বিবেচনায় সেই সময়ের প্রাসঙ্গিক গানগুলো নিয়ে নন্দনমঞ্চে গণঅভ্যুত্থানের গান ‘আওয়াজ উডা’ পরিবেশিত হবে।
এই গণঅভ্যুত্থানের সবচেয়ে জনপ্রিয় গান ‘আওয়াজ উডা’ এর আলোকে বাংলাদেশ শিল্পকলা একাডেমি এই অনুষ্ঠানের প্রতিপাদ্য করেছে ‘আওয়াজ উড়া’। অনুষ্ঠানে র্যাপ সংগীত পরিবেশন করবে যিন ব্রাদার্স এবং হান্নান হোসেন শিমুল ও তার দল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদ, বিশেষ অতিথি থাকবেন বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনে শহীদ তাহীর জামান প্রিয়’র মা শামসী আরা জামান। অনুষ্ঠানটি উদ্বোধন করবেন বৈষম্যবিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী ও শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত মোহাম্মদ আশরাফুল। এছাড়া স্বাগত বক্তব্য দিবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের পরিচালক মেহজাবীন রহমান।