বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, সরকার সেন্টমার্টিন ও পর্যটনশিল্প একসঙ্গে রক্ষা করতে চায়। এ লক্ষ্যে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে, এটা একদম পরিষ্কার। এরপরও এটা নিয়ে যারা বিভ্রাস্তি ছড়াচ্ছে, তারা এটা ছড়াবে।
বুধবার (৬ নভেম্বর) বিকেলে টাঙ্গাইলের মির্জাপুরে লৌহজং নদীর ভাঙন থেকে কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের প্রতিষ্ঠান ও স্থাপনা রক্ষার একটি প্রকল্প পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা রিজওয়ানা বলেন, এ ছাড়া পাহাড় কাটা বন্ধ করার উদ্যোগ নিয়েছি। ছাড়পত্রহীন অবৈধ ইটভাটাগুলো ভাঙা হচ্ছে। নতুন করে ইটভাটার কোনো ছাড়পত্র দেওয়া হচ্ছে না। অবৈধভাবে ইটভাটা স্থাপন করলে আমরা সেগুলোর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।
তিনি বলেন, পরিবেশ নিয়ে এখানে অনেক কাজ করার আছে। আমরা পলিথিন ব্যাগ নিষিদ্ধের বিষয়টি কার্যকর করার চেষ্টা করছি। দেশের ৬৪ জেলায় অন্তত একটি করে নদী দখল ও দূষণমুক্ত করার কর্মপরিকল্পনা হাতে নিয়েছি।