বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪
নওগাঁর বদলগাছীতে ককটেল বিস্ফোরণ ও উদ্ধারের ঘটনায় আওয়ামী লীগের ৪০ জন নেতাকর্মীর নামে মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় বদলগাছী উপজেলা আওয়ামী লীগের সাবেক বন ও পরিবেশবিষয়ক সম্পাদক বাবর আলীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৫ নভেম্বর) বিকেলে আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার তিনজন হলেন, আওয়ামী লীগ নেতা বাবর আলী, হাকিম ও ইদ্রিস
বদলগাছী থানার ওসি শাহজাহান আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে বেলাল হোসেন সৌখিন নামে এক ব্যক্তি বাদী হয়ে থানায় বিস্ফোরক আইনে মামলাটি দায়ের করেন। যেখানে ৪০ জনের নাম উল্লেখ ছাড়াও আসামি করা হয় অজ্ঞাত আরও ৯০/১০০ জনকে। মামলার অন্য আসামিদের ধরতে অভিযান অব্যাহত আছে।